images

বিনোদন / সিনেমা

তারকা হয়েছেন, তবুও বদলায়নি বিজয়ের সেই অভ্যাস 

শুক্রবার, ১০ মে ২০২৪ , ০৩:৪৮ পিএম

images

ছুঁয়েছেন সাফল্যের শিখর। তবুও জীবনযাপনে রয়ে গেছে আগের সেই মধ্যবিত্ত জীবনের রেশ। তাইতো দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা এখনও ছাড়তে পারেননি সেই পুরনো অভ্যাস।

সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, জীবন পাল্টে গেলেও আমি আজও মধ্যবিত্ত পরিবারের ছেলে। তাইতো শ্যাম্পু শেষ হয়ে যাওয়ার আগে যাতে সবটুকু ব্যবহার করা যায়, সেজন্য বোতলে পানি ঢালি। 

দেবেরাকোন্ডা আরও বলেন, যে পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করি, সেই পোশাকই বেছে নিই। 

দক্ষিণী এই তারকার কথার মিল পাওয়া যায়  তার ‘লাইগার’ সিনেমার প্রচারণায়। সেখানে তিনি সাদামাটা পোশাকের পাশাপাশি হাজির হয়েছিলেন চপ্পল পরে।  

বৃহস্পতিবার (৯ মে) নিজের ৩৫তম জন্মদিনে দুটি নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন দেবেরাকোন্ডা। একটি রবি কিরণ কোলার পরিচালনায় অ্যাকশন ঘরানার, অন্যটি রাহুল সংকৃত্যায়নের পিরিয়ড অ্যাকশন ড্রামার সিনেমা।