images

বিনোদন / টালিউড

অভিনেত্রী সোহিনীর বিয়ে, পাত্র কে?

বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ , ১২:৫৯ পিএম

images

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার প্রেম করছেন—এমন গুঞ্জন অনেক দিনের। অবশেষে সেই প্রণয় পরিণয়ের দিকে গড়াচ্ছে। সব ঠিক থাকলে আগামী মাসেই বিয়ের পিঁড়িতে বসবেন এই অভিনেত্রী। পাত্র সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়।

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, আগামী ১৫ জুলাই আইনি বিয়ে সারতে পারেন সোহিনী ও শোভন। সে অনুযায়ীই চলছে প্রস্তুতি। এরই মধ্যে প্রথম সারির অলংকার বিপণি থেকে সোনার গয়না কিনেছেন ‘ফড়িং’ খ্যাত এই অভিনেত্রী। সেই সঙ্গে বিয়ের পর একসঙ্গে থাকবেন বলে তারা নতুন ফ্ল্যাটও কিনেছেন।

তবে এসব বিষয়ে কোনো মন্তব্য করেননি তাদের দুজনের কেউই। 

প্রসঙ্গত, ধারাবাহিক নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করা সোহিনী সরকার ‘ফড়িং’ চলচ্চিত্রে অভিনয় করে আসেন আলোচনায়। পাশাপাশি এ অভিনেত্রী ওপেন টি বায়োস্কোপ, রাজকাহিনী, সিনেমাওয়ালা, ব্যোমকেশ পর্ব, বিবাহ ডায়েরিজ, দুর্গা সহায় প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করে ঠাঁই করে নিয়েছেন দর্শক হৃদয়ে।