images

বিনোদন / টালিউড

হোটেলে আগুন, বিপদে শ্রাবন্তী-স্বস্তিকা-সোহিনীরা

রোববার, ০৭ জুলাই ২০২৪ , ০৯:৫২ এএম

images

৪৪তম নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে (NABC)-তে অংশ নিতে মার্কিন মুলুকে হাজির হয়েছেন টালিপাড়ার তারকারা। এর মাঝেই ঘটে গেল অঘটন। ভোরের দিকে হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে উঠল হোটেলে। 

অনেকেই তখন গভীর ঘুমে, কেউ আবার লেট নাইট পার্টি সেরে সবে মাত্র শুয়েছেন। এর মাঝেই ফায়ার অ্যালার্ম শুনে রীতিমতো আতঙ্কিত সবাই! হোটেলে আগুন লাগায় বিপদে পড়েন শ্রাবন্তী-স্বস্তিকারা-সোহিনীরা। 

জানা গেছে, শিকাগোতে বাংলা ফিল্মফেয়ার পুরস্কারের আয়োজন করেছে ‘নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স। মূলত সেই অনুষ্ঠানেই সামিল হয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সব তারকারা।

শিকাগোর পাঁচতারা হোটেলে রয়েছেন শ্রাবন্তী-স্বস্তিকারা-সোহিনীরা। রাতের পোশাকেই হোটেল রুম থেকে বেরিয়ে প্রাণভয়ে দৌড়াচ্ছেন সবাই। ফায়ার অ্যালার্ম বাজতেই নিয়ম মেনে দ্রুত সবাইকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। মিনিটের মধ্যেই দমকল হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

ভারতীয় গণমাধ্যমকে অরিন্দম শীল বলেন, গরম পোশাক ছাড়াই পাঁচ তলা হোটেল রুম থেকে নিচে নেমে যেতে হয় সবাইকে। শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে সোহিনী— জীবন বাঁচাতে দৌড় দেন সবাই। 

প্রসঙ্গত, এই মুহূর্তে শ্রাবন্তী, স্বস্তিকারা, সোহিনীরা ছাড়াও সৌরসেনী মৈত্র, অম্বরীশ ভট্টাচার্য, অর্জুন চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, তনুশ্রী চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, উজান গঙ্গোপাধ্যায়, সুদেষ্ণা রায়, অরিন্দম শীলের মতো তারকারা রয়েছেন শিকাগোয়।

সূত্র: হিন্দস্তান টাইমস

View this post on Instagram

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)