images

বিনোদন / টালিউড

সোহিনী সরকারের বিয়ের তারিখ ঘোষণা

বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ , ০৬:৪০ পিএম

images

মাস খানেক পরেই জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন টালিউড অভিনেত্রী সোহিনী সরকার ও গায়ক শোভন গাঙ্গুলি। কিছুদিন আগেই গুঞ্জন রটেছিল, বিদেশে ছুটি কাটাতে গিয়ে নাকি বাগদান সেরেছেন তারা। তবে বিষয়টি সত্য নয় বলে দাবি করেন সোহিনী।

সোহিনী সরকার

এবার জানা গেল, আগামী ১৫ জুলাই শোভনের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন সোহিনী। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসে খবরটি নিজেই নিশ্চিত করেছেন এই অভিনেত্রী। 

পরিবার-আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে রেজিস্ট্রি বিয়ে সম্পূর্ণ করবেন সোহিনী-শোভন। কলকাতার বাইরে একটি ফার্মহাউসে বিয়ে করবেন তারা। ১৪ জুলাই দক্ষিণ ২৪ পরগণার একটি খামার বাড়িতে পৌঁছাবেন এই জুটি। বিয়ের দিন লাল রঙের বেনারসি পরবেন সোহিনী। অন্যদিকে শোভন পরবেন ধুতি-কুর্তা।

সোহিনী সরকার, শোভন গাঙ্গুলি,

আপাতত গায়ে হলুদ ছাড়া আর কোনো নিয়মনীতি পালন করা হবে না বলেই শোনা যাচ্ছে। তবে খবর রয়েছে, চলতি বছরের শেষের দিকে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য বড় পার্টি দেবেন সোহিনী-শোভন।

প্রসঙ্গত, ২০০৬ সালে টিভি ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন সোহিনী। তারপর ‘ওগো বধূ সুন্দরী’, ‘অদ্বিতীয়া’, ‘ভূমিকন্যা’ ধারাবাহিকে অভিনয় করেন। তবে ২০১১ সালে ‘অদ্বিতীয়া’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করে সবার নজর কাড়েন এই অভিনেত্রী।