images

বিনোদন / সঙ্গীত ও নৃত্য / আরটিভি

আরটিভি মিউজিকের নতুন রেকর্ড

মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪ , ০৯:৩৪ পিএম

images

নতুন রেকর্ড গড়লো দেশের জনপ্রিয় বেসরকারটি টেলিভিশন আরটিভির সংগীতবিষয়ক ইউটিউব চ্যানেল আরটিভি মিউজিক। চ্যানেলটিতে প্রাকশিত ১২০০ গানের ভিউ ইতোমধ্যে ১০০ কোটি অতিক্রম করেছে। 

দেশের জনপ্রিয় অনেক শিল্পীদের গান আরটিভি মিউজিক চ্যানেলটিতে প্রকাশ পেয়েছে। পাশাপাশি আরটিভি আয়োজিত সংগীতবিষয়ক অনুষ্ঠানের অনেক গানই চ্যানেলটিতে রয়েছে। চ্যানেলটির নতুন রেকর্ডে শতভাগের মাঝে আরটিভির আয়োজিত ফোক স্টেশনের সত্তর ভাগ গান। যা দর্শক মহলেও বেশ প্রশংসিত হয়েছে। 

প্রসঙ্গত, আরটিভি মিউজিক ইউটিউব চ্যানেলটিতে জনপ্রিয় গানগুলো মাঝে রয়েছে লক্ষীসোনা, সখি গো আমার মন ভালা না, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আমি সাজাবো তোমারে সহ আরো বেশ কিছু গান।