images

বিনোদন / বলিউড

রাহুল-আথিয়ার ঘরে আসছে নতুন অতিথি

শনিবার, ০৯ নভেম্বর ২০২৪ , ০৩:০৩ পিএম

images

বাবা থেকে এবার নানা হতে যাচ্ছেন বলিউড অভিনেতা সুনীল শেঠি। তার মেয়ে ও অভিনেত্রী আথিয়া শেঠির ঘরে আসছে নতুন অতিথি। প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সুখবরটি দিলেন আথিয়া নিজেই।   

জানা গেছে, ২০২৫ সালেই সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটার রাহুল ও আথিয়া।  

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ফটোকার্ড শেয়ার করে পোস্ট দিয়েছেন আথিয়া। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আগামী বছরেই তাদের ঘরে আসবে নতুন অতিথি। আওয়ার বিউটিফুল ব্লেসিং কামিং সুন, ২০২৫।’ 

পোস্টটি করার সঙ্গে সঙ্গেই শুভেচ্ছাবার্তার ঝড় ওঠে মন্তব্যের ঘরে। ভক্তদের পাশাপাশি অভিনেত্রীর মা হতে যাওয়ার সুখবরটি জানতে পেরে শুভেচ্ছা জানিয়েছেন সোনাক্ষী সিন্হা, বণী কাপূর, এষা গুপ্তের মতো তারকারাও।

প্রসঙ্গত, ভালোবেসে ২০২৩ সালে ভারতীয় ক্রিকেটার রাহুলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন আথিয়া।  সুনীল শেঠির খান্ডালা হাউজে জমকালো আয়োজনেই বিয়ে হয় আথিয়া-রাহুলের। বর্তমানে পর্দা থেকে দূরে রয়েছেন অভিনেত্রী।  

আরটিভি/এইচএসকে/এআর