images

বিনোদন / টেলিভিশন

দুঃসংবাদ দিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা পাভেল

শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ , ০৯:১৫ পিএম

ওপার বাংলার ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৯’-এর মঞ্চ থেকে বেরিয়ে অভিনয়ে আসেন সাইদুর রহমান পাভেল। নাটকের অভিনেতা হিসেবে তিনি এখন সবার পরিচিত মুখ। এই অভিনেতাকে জনপ্রিয়তা এনে দেয় নির্মাতা কাজল আরেফিন অমির ব্যাচেলর পয়েন্ট নাটকটি।

নাটকটিতে পাভেলকে দেখা গেছে নোয়াখালীর বজরা বাজারের জাকির চরিত্রে। যে কিনা মোবাইলে গান ও ভিডিও ডাউনলোড করে দেন। বলা চলে এই চরিত্রটি অভিনেতা পাভেলকে খ্যাতি এনে দেয়। এমনকি পাভেলের পরিবর্তে মানুষ তাকে বজরা বাজারের জাকির বলে ডাকতে শুরু করেন।

 ব্যাচেলর পয়েন্টের পর আর পিছন ফিরে তাকাতে হয়নি পাভেলকে। একের পর এক নতুন নাটক, ওয়েবফিল্ম, ওয়েব সিরিজে কাজ করছেন তিনি। এসবের মাঝেই এক দুঃসংবাদ তিনি। মামাকে হারিয়েছেন এই অভিনেতা। 

পাভেল শনিবার (১৫ নভেম্বর) তার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে জানান, আমার মামা শ্রদ্ধেয় নান্নু মোল্লা মামা ইন্তেকাল করেছেন...ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন। 

পাভেলের সেই পোস্টে অনেক নির্মাতা ও অভিনেতা-অভিনেত্রীরা সমবেদনা জানিয়েছেন।

আরটিভি/এএ-টি