images

বিনোদন

অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন প্রভাস, পাত্রী কে?

রোববার, ১২ জানুয়ারি ২০২৫ , ০৯:২৭ এএম

images

দক্ষিণী তারকা প্রভাস কাজ দিয়ে যেমন আলোচনায় থাকেন, তেমনি তার ব্যক্তিগত জীবন নিয়েও সমালোচনার শেষ নেই। বিশেষ করে অভিনেতার বিয়ের প্রসঙ্গে নেটিজেনদের চর্চা বরাবরই তুঙ্গে। তার সময়ের অনেকেই বিয়ে করে সংসারী হলেও তিনি এখনও সিঙ্গেলই রয়ে গেছেন। 

এমনকি একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়ালেও শেষ পর্যন্ত কারও সঙ্গেই গাঁটছড়া বাঁধেননি প্রভাস। বহুবার বিয়ের গুঞ্জনও শোনা গেছে তার। তবে তা বাস্তবে রূপ নেয়নি কখনও। এবার জানা গেল, সকল গুঞ্জন পেছনে ফেলে অবশেষে নাকি বিয়ের পিঁড়িতে বসছেন প্রভাস। 

এর আগে আনুশকা শেঠির সঙ্গে নাম জড়িয়েছে প্রভাসের। গুঞ্জন উঠেছিল, অভিনেত্রীকেই নাকি বিয়ে করবেন তিনি। কিন্তু এবার শোনা যাচ্ছে অন্য এক পাত্রীর কথা। এক সাক্ষাৎকারে অভিনেতা রামচরণের মন্তব্যে নতুন এই জল্পনার সূত্রপাত। 

অভিনেতা জানান, খুব শিগগিরই নাকি বিয়ে করতে চলেছেন প্রভাস। পাত্রী নাকি অন্ধ্রপ্রদেশের গনপভরামের মেয়ে। এরপরই জল্পনা বাড়িয়ে দেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় বিশ্লেষক মনোবালা বিজয়বালান। এক্স হ্যান্ডলে তিনি প্রভাসের নাম লিখে তার সঙ্গে নবদম্পতির ইমোজি জুড়ে দিয়েছেন। 

এই পোস্টে দেখেই কৌতূহল প্রকাশ করতে শুরু করেন প্রভাস ব্কতরা। উচ্ছ্বসিত হয়ে তারা পাত্রী সম্পর্কে জানতে চান। যদিও নেটিজেনদের একাংশ মনে করছেন, প্রভাসের বিয়ে জল্পনা নাকি এবারও স্রেফ গুঞ্জন। 

পরবর্তী সিনেমার প্রমোশন হিসেবেই হয়তো বিয়ের কৌশল বেছে নিচ্ছেন এই তারকা। যদিও এ প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ কুলুপ এঁটেছেন প্রভাস। বিয়ে নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। 

আরটিভি/এইচএসকে