বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ , ০৩:২১ পিএম
ছোট ও বড় পর্দার অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। অভিনয়ে, নির্মাণে, উপস্থাপনায়-নিজেকে প্রমাণ করে চলেছেন দুই দশকেরও বেশি সময় ধরে। তবে সব ছাপিয়ে তার বড় গুণটি হচ্ছে, তিনি নিজেকে কখনও লুকান না।
নিজের ও অন্যের সম্পর্কে যা ভাবেন সেটি প্রকাশ করে দেন অকপটে। প্রয়োজনে প্রকাশ্যে ক্ষমা চাইতেও তিনি দ্বিধা হন না।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর বেশ কটাক্ষের শিকার হয়েছেন শাহরিয়ার নাজিম জয়। এজন্য সহকর্মীরা তাকে এড়িয়ে চলছেন, এমনকি তিনি কাজও হারিয়েছেন বলে জানিয়েছিলেন।
প্রায়ই জয় সামাজিক মাধ্যমে নানা ইস্যু নিয়ে নানা পোস্ট দিয়ে থাকেন। সেই ধারাবাহিকতায় বুধবার (৫ ফেব্রুয়ারি) লিখেছেন, মহানবী বলেছিলেন মধ্যপন্থা অবলম্বন করতে। আমরা জানি তার প্রতিটি কথা এখন বিজ্ঞান দ্বারা প্রমাণিত। আমরা সার্থক আমরা এই নবীর উম্মত।
এরপর লেখেন, আজ দেখলাম পৃথিবীর অন্যতম সেরা ডাক্তার দেবি শেঠি তার এক কলামে লিখলেন শরীর রক্ষার জন্য মধ্যপন্থা অবলম্বন করতে। ডায়েটিং কিংবা ব্যায়াম কিংবা উদ্দীপক ঔষধ কোনোকিছুই যেন অতিরিক্ত না হয়। আসলেই মধ্যপন্থা অবলম্বন করলেই সকল বিষয়ে আত্মতৃপ্তি এবং শান্তি মিলবে। তা হোক টাকা স্ট্যাটাস খ্যাতি কিংবা ব্যস্ততা। সর্বক্ষেত্রে মধ্যপন্থা।
জয় আরও যোগ করেন, আমরা অনেকেই বাইরে বাইরে নিজেদেরকে সুখী দেখানোর চেষ্টায় ব্যস্ত। কিন্তু প্রকৃত সুখটা থাকতে হবে অন্তরে। অন্তরের সুখ চেহারায় ছাপ ফেলবেই। প্রবাদ আছে অতি রমণী না পায় ঘর। চোখের সামনে হাজার উদাহরণ।
আরটিভি/এআর