images

বিনোদন / টেলিভিশন

‘যারা কখনো হজ করতে যায়নি, তারা বুঝবে না এই অনুভূতিটা কেমন’

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:৫৫ পিএম

images

মডেলিং দিয়ে ক্যারিয়ায়ের শুরু, এরপর কাজ করেছেন টেলিভিশন নাটকে। বহুমাত্রিক অভিনয়ের দক্ষতা রয়েছে তার। কখনও শহরের মর্ডান মেয়ে তো কখনও গ্রামের সহজ-সরল প্রাণচঞ্চল নারী। বলছি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমানের কথা।

এদিকে কিছুদিন আগেই ওমরাহ পালন করেছেন অহনা। সম্প্রতি ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন। এরপর একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। যেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। 

472185885_1140892700735572_5350819144987364320_n

সেখানেই এক প্রশ্নের জবাবে অহনা বলেন, যারা কখনো হজ বা ওমরাহ করতে যায়নি, তারা বুঝবে না এই অনুভূতিটা কেমন। তবে আমার গুসবাম্পস হয়েছে। আমি আবারও ওমরাহতে যেতে চাই। কারণ, আমার অনেক ভালো লেগেছে।

অভিনেত্রী বলেন, আমি যদি কখনো একটু রিল্যাক্স থাকতে চাই, একা থাকতে চাই বা মানসিক প্রশান্তির খোঁজ করি, তাহলে সৌদিতেই যেতে চাই। কারণ, এত সুন্দর জায়গা, আমার ওমরাহর কয়েকদিনে মন ভরেনি।

472742723_1144367423721433_3301931108506522117_n

এর আগে, গত মাসে ফেসবুকে ওমরাহ পালনের ছবি পোস্ট করেন অহনা রহমান। ছবিতে দেখা যায়, কাবাঘরের সামনে দাঁড়িয়ে আছেন তিনি।

এরপর দীর্ঘ এক স্ট্যাটাসে তিনি লেখেন, আমার প্রিয় ২০২৪ সাল। তুমি আমাকে এই বছরের শুরুতে অনেক কিছু দিয়েছ। আবার অনেক কিছু কেড়েও নিয়েছ এবং মানুষ যে অনেক রকমের হয়, সেটিও চিনতে সাহায্য করেছ। কিন্তু শেষের চমকটা ছিল— আমার জন্য অনেক বড় সারপ্রাইজ, যার অনুভূতি হয়তো কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। এখন বুঝলাম— জানলাম ও শিখলাম আল্লাহ কেন মানুষের পরীক্ষা নেয়। বিশ্বাস ও ইমান আরও মজবুত হয়ে গেল।

অভিনেত্রী আরও লেখেন, আল্লাহ জীবন থেকে তুচ্ছ জিনিস নিয়ে উত্তম জিনসটা উপহারস্বরূপ দিয়ে দেন। আমার একটা স্বপ্ন ভেঙেছ, কিন্তু সব থেকে বড় স্বপ্নটা আবার পূরণও করেছেঅ। তাই তোমার ওপর কোনো রাগ নেই আমার।

আরটিভি/এএ/এস