বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ , ০২:৫৩ পিএম
শোবিজের দর্শকনন্দিত অভিনেতা মোশাররফ করিম। ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। শুধু নাটক নয়, অভিনয় দক্ষতায় মাতান বড় পর্দাও। একের পর এক চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে চেষ্টার কোনো কমতি রাখেন না এই অভিনেতা।
অন্যদিকে বর্তমান সময়ে ছোট পর্দার প্রিয় মুখ জান্নাতুল সুমাইয়া হিমি। নতুন নতুন কাজ দিয়ে বরাবরই দর্শকদের প্রশংসা পাচ্ছেন। এবার এই দুই প্রিয় মুখকে একসঙ্গে দেখা যাবে ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘লেডিস পারফিউম’এ।
অফিসে পৌঁছেই বসকে খুশি দেখে আতকে ওঠে আরিফ! সঙ্গে সঙ্গেই কল্পনায় স্ত্রী মিতুর রুদ্র মূর্তিটি চোখের সামনে ভেসে ওঠে তার। কারণ, নতুন কন্ট্রাকের খবর এখনই বস এসে তাকে জড়িয়ে ধরবেন আর তার জের তার সংসার জীবনে গিয়েও পোহাতে হবে।
বসের স্ত্রীর ধারণা তার স্বামী বেশ এট্রাকটিভ তাই কোন মেয়ে মানুষ যেন তার স্বামীর প্রতি আকর্ষিত না হয়, সে জন্য প্রতিদিন তার বডিতে লেডিস পারফিউম মেরে দেয়। সুতরাং বস যখন আরিফকে জড়িয়ে ধরেন সে গন্ধটা তার বডিতে লেগে থাকে। এই নিয়ে কয়েক দিন মিতুর সাথে ঝামেলা ও হয়েছে তার। তাই ছুটি শেষে বাড়ি পৌঁছানোর আগেই আরিফ প্রখর রোদে অনেকটা ঠোঁট ঘেমে নেয়। এমনকি রাস্তার পাশের ময়লা ডাস্টবিনের কাছে দাঁড়ায়। অতঃপর রাস্তার লোককে দাঁড় করিয়ে তার শরীরের গন্ধ শুকায়। আর এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।
ভালোবাসা দিবসকে সামনে রেখে জুয়েল এলিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সোহেল হাসান। নাটকটি বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টায় বেসরকারি টেলিভিশন আরটিভিতে প্রচারিত হবে।
আরটিভি/এএ/এস