images

বিনোদন / সিনেমা

এক ছাদের নিচে সেরা সব চলচ্চিত্র

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ , ০৩:২৪ পিএম

images

ঢাবি চলচ্চিত্র সংসদের উদ্যোগে শুরু হতে যাচ্ছে বাংলা সিনেমার সর্ববৃহৎ উৎসব ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩১’। উৎসবের ২৩তম আসর অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে। ৫ দিনব্যাপী এই উৎসব শুরু হবে আগামী ১৫ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের পক্ষ থেকে বলা হয়েছে, বসন্তের চিরসবুজ সমারোহের মাঝে পলাশের রক্তিমাভার সমন্বয়ে এবারের আসরটি সাজানো হয়েছে। পলাশের অনির্বাণ লালিমা বয়ে আনে বাঙালির প্রতিরোধ-সংগ্রামের স্মৃতি- কখনো মাতৃভাষা, কখনো বা স্বাধিকারের দাবিতে বারবার স্বৈরাচারী শোষণের বিরুদ্ধে রক্ত ঝরানোর দুঃসহ গৌরবের ইতিহাস।

download

বছরের সেরা সিনেমাগুলো একই ছাদের নিচে ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩১’-এ! এর মধ্যে আছে শঙ্খ দাশগুপ্তের ‘প্রিয় মালতী’, আকরাম খানের ‘নকশী কাঁথার জমিন’, নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’।

আরও থাকছে ইকবাল হোসেনের ‘বলী’, গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’, ধ্রুব হাসানের ‘ফাতিমা’, অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’, মিশুক মনির ‘দেয়ালের দেশ’ এবং রায়হান রাফীর ‘তুফান’।

আরটিভি/এএ