images

বিনোদন / সিনেমা / ঢালিউড

আমি কারো মন ভাঙতে চাই না: মিষ্টি জান্নাত

সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ , ০২:১৯ পিএম

images

বর্তমান সময়ের আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা মুখরোচক গল্প দিয়ে প্রায়ই সংবাদের শিরোনাম হন তিনি। কিছুদিন আগেই শাকিব খানের সঙ্গে বিয়ে প্রসঙ্গে আলোচোনায় আসেন তিনি। এবার জানালেন কারও মন ভাঙতে চান না তিনি। মন ভাঙা মসজিদ ভাঙা একই কথা। তাই তিনি সবার সঙ্গে সম্পর্ক রাখেন।

475652589_1385915909453673_4597781288015836473_n_20250228_131519256

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রীকে উপস্থাপিকা প্রশ্ন করেন বিভিন্ন প্রেমিকের বিষয়ে। প্রেমিকরা ভালো আছেন কি না, তারা এখন কোথায় আছেন, তাদের সঙ্গে সময় দেওয়া হয় কি না ইত্যাদি। এক পর্যায়ে তাকে বলা হয় যে এই ঈদে সালামি কার কাছ থেকে কত পেয়েছেন? উত্তরে তিনি বলেন, সবার কাছ থেকেই পেয়েছি। 

d3bbd691-96ca-4250-a513-0367af55dd8f

সবার সাথে মানে কি, কত জনের সাথে আপনি প্রেম করেন? উত্তরে মিষ্টি বলেন, ১০ থেকে ১৫ জন।’ কীভাবে সম্ভব? তিনি বলেন, আমি কারো মন ভাঙতে চাই না। মন ভাঙা মসজিদ ভাঙা একই কথা। তাই সবার সাথে সম্পর্ক রেখেছি।

477780757_1392173992161198_6367750072594287890_n_20250228_131533949

অনেক টাকা আছে আবার বিবাহিত তখন কি আপনি সেই ছেলেকে বিয়ে করবেন এমন প্রশ্নের উত্তরে মিষ্টি জান্নাত বলেন, টাকার জন্য ৫০ নম্বর বউ হতেও সমস্যা নেই। 

এদিকে, মিষ্টি জান্নাত সাইকো কিলার হিসেবে পর্দায় আসছেন। ‘সাইকো’ শিরোনামের নতুন একটি ওয়েব ফিল্মে দেখা যাবে তাকে। ইতোমধ্যে ওয়েব ফিল্মটির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। আর এটি নির্মাণ করছেন নির্মাতা মাহফুজ রহমান রাজ। 

08e99df7-646d-4d3b-874a-b3d1c95ec6f8

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন তিনি। অল্প সময়ের ক্যারিয়ারে আলোচনার থেকে বেশি সমালোচিত হয়েছেন তিনি। ক্যারিয়ারে অভিনয় করছেন মাত্র পাঁচটি সিনেমায়।

আরটিভি/এএ/এআর