images

বিনোদন / সিনেমা / ঢালিউড

অপ্রতিরোধ্য নিশো, ঈদের ১২ দিন পরও হাউজফুল ‘দাগি’

শনিবার, ১২ এপ্রিল ২০২৫ , ০৩:৫৭ পিএম

images

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে প্রতিবারই প্রেক্ষাগৃহে মুক্তি পায় নতুন নতুন চলচ্চিত্র। সেই ধারাবাহিকতায় এবার ঈদে মুক্তি পাচ্ছে ছয়টি চলচ্চিত্র। ছবিগুলো হলো—‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘চক্কর ৩০২’ ‘অন্তরাত্মা’ ও ‘জ্বীন-৩’। দেশের বিভিন্ন সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিনগুলোতে বেশ দাপটের সঙ্গেই চলছে ঈদের সিনেমাগুলো।

এদিকে, মুক্তি পর থেকেই বেশ আলোচনায় আফরান নিশো-তমা মির্জা অভিনীত ‘দাগি’। ঈদের দিন থেকেই প্রতিটি শো ছিল হাউজ ফুল। দর্শকদের চাহিদা থাকায় সিনেপ্লেক্সে বাড়ানো হয় শোয়ের সংখ্যা। দাগি যেন ঈদে দর্শকদের মনে ভালো ভাবেই দাগ কেটেছে। আর তাই তো মুক্তির ১২ দিন পরেও দর্শকদের সেই স্রোত থেমে নেই। মুক্তির ১২তম দিনেও মাল্টিপ্লেক্সের সবগুলো শো হাউজফুল গিয়েছে দাগির। মুক্তির ১২ তম দিনে মাল্টিপ্লেক্সের সবগুলো শো হাউজফুল গিয়েছে দাগির। 

pan12-1742466648

ছবিটির প্রযোজক শাহরিয়ার শাকিল জানান, ঈদের দিন থেকে মাল্টিপ্লেক্সে সিনেমাটির ৩৪টি শো চলছিল। একদিন যেতে না যেতেই আরো ১০টি শো বাড়ানো হয়। পরে আরও বাড়। ১২ তম দিনে এসে মাল্টিপ্লেক্সে তো ভরপুর শো চলছেই সেই সাথে ঢাকার বাইরের হলগুলোতেও দাগি দর্শক টানছে।  আগামী সপ্তাহে ঢাকার বাইরেও দ্বিগুন হল বাড়বে বলে আমার বিশ্বাস। এর আগে এক ঈদে 'পরাণ' ও 'হাওয়া' বেশ সাড়া ফেলেছিল। দর্শকরা খুব ভিড় করেছিলেন প্রেক্ষাগৃহে। তখনো ঈদকেন্দ্রিক ঢাকাই সিনেমা হঠাৎ ঘুরে দাঁড়িয়েছিল। বিরতির পর আবারও ঈদের সিনেমা দিয়ে ঘুরে দাঁড়িয়েছে প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপটে দাগি দারুণভাবে এগিয়ে চলেছে।

dagi-afran-nisho-091224-03-1733724020

এদিকে শনিবার (১২ এপ্রিল) স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় খোঁজ নিয়ে জানা যায় আজ দাগির কোনো টিকিট নেই। আগামীকালের অগ্রিম টিকিটও অলমোস্ট বিক্রি হয়ে যাচ্ছে। এখন অব্দি মাল্টিপ্লেক্সের এই চেইনে ৩০টির বেশি শো চলছে।

দাগি সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। নিশো-তমা ছাড়াও এতে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহিদুজ্জামান সেলিম, রামেদ মামুন অপুসহ অনেকেই।

আরটিভি/এএ/এআর