images

বিনোদন / সিনেমা / ঢালিউড

অস্ত্রোপচার সম্পন্ন, মিশার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল

শুক্রবার, ১৬ মে ২০২৫ , ১২:৫৪ পিএম

images

নায়ক হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করলেও পরবর্তী সময়ে খলনায়ক হিসেবে জনপ্রিয় হন। সাধারণত খল অভিনেতাদের বাঁকা চোখে দেখা হলেও তার ক্ষেত্রে তেমনটা হয়নি। বর্তমানে তিনি ঢালিউডের প্রথম সারির খল অভিনেতা। বলছি মিশা সওদাগরের কথা। তিন দশকেরও বেশি সময় ধরে বড় পর্দায় দর্শক মাতাচ্ছেন এই অভিনেতা। এখন পর্যন্ত সাড়ে ৯ শতাধিক সিনেমায় অভিনয় করে রেকর্ড গড়েছেন তিনি।

মিশা সওদাগর বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে তিনি হাঁটুর চিকিৎসা নিচ্ছেন। প্রায় ৯ বছর আগে ‘মিসড কল’ নামে একটি সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন খলনায়ক মিশা সওদাগর। সে সময় তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছিলেন। এরপর আবারও সেই একই জায়গায় আঘাতপ্রাপ্ত হন এ অভিনেতা। প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থও হয়ে ওঠেন তিনি। সুস্থ হয়ে উঠলেও চিকিৎসকের পরামর্শ ছিল হাঁটুর অস্ত্রোপচার করা। সে উদ্দেশ্যেই বেশ কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মিশা সওদাগর।

497781603_2509025482762380_8714855762758754696_n
 
বৃহস্পতিবার (১৫ মে) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে তার হাঁটুর অস্ত্রোপচার করা হয় বলে জানা গেছে। অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর মিশা সওদাগর বলেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহতালার দরবারে অশেষ শুকরিয়া। গতকাল আমার লিগামেন্ট অপারেশন যুক্তরাষ্ট্রের ডালাসে সম্পন্ন হয়েছে। এখন আমি বাসায় অবস্থান করছি। আমি কৃতজ্ঞতা জানাই দেশে-বিদেশে যারা আমাকে দোয়া করেছেন তাদেরকে। বিশেষ করে আমার চলচ্চিত্র পরিবারকে, আমার সমিতিকে, আমার দেশের সমস্ত সাংবাদিককে সর্বোপরি দেশ-বিদেশে সবাইকে।

497009468_2509025489429046_6222457990122823112_n

কিছুদিন আগে মনির স্ট্যান্টম্যান নামে একজন মারা গিয়েছে। সেই বিষয়টি উল্লেখ করে মিশা আরটিভিকে বলেন, আমি চোখে পানি ধরে রাখতে পারিনি, সারারাত ঘুমাতে পারিনি। আমি নিজে স্ট্যান্ট করেছি অনেকবার। যে কারণে আমার এক দুর্ঘটনায় পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। আমার শরীরের বেশির ভাগ অংশই ঠিক নেই। আর তাই আমি জানি এটি কত কষ্টের কাজ। আমাদের দেশে স্ট্যান্টম্যানদের পারিশ্রমিক অনেক কম। নেই কোনো ইনস্যুরেন্সের ব্যবস্থা।

c3d2cc05ecbb96a0bda839e7d1078bfb2bb3f2b366d4dc60_20250510_191743804

অন্যদিকে, মারধরের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, কয়েকজন মানুষ রাস্তায় এক ব্যক্তিকে মারধর করছেন। ভিডিওটি ঢালিউডের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগরের বলে প্রচার করা হয়। তবে এ দাবির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। 

বিষয়টি নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, তখন একরকম না পেরে ভক্তদের কাছে এসে সত্যিটা জানালেন মিশা। সাধারণত তেমন একটা লাইভে আসেন না এই খলনায়ক। কিন্তু এবার বাধ্য হয়েই লাইভে আসেন তিনি; কথা বলেন ভাইরাল সেই ভিডিও প্রসঙ্গে।

মিশা জানান, বিষয়টি ভীষণ অপ্রস্তুত অবস্থায় ফেলেছে আমাকে। এজন্য আমি নিন্দা জ্ঞাপন করলাম।  

আরটিভি/এএ/এস