images

বিনোদন / সিনেমা

ভয়ের সঙ্গে উত্তেজনাও কাজ করছে: বাঁধন

আসিফ আলম

শনিবার, ০৭ জুন ২০২৫ , ০২:৩১ পিএম

images

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ মানেই ধনী-গরীব ভেদাভেদ ভুলে পরস্পরকে বুকে টেনে নেওয়ার উজ্জলতম একটি খুশির দিন। বছর ঘুরে আবার এসেছে ঈদ। চারদিকে শুরু হয়েছে খুশি আর আনন্দের বন্যা।

এদিকে ঈদকে কেন্দ্র করে দেশের বিনোদন অঙ্গনের লেগেছে আনন্দের ছোঁয়া। অভিনেত্রী আজমেরি হক বাঁধন। এবার ঈদে প্রথমবারের মতো মুক্তি পেয়েছে তার চলচ্চিত্র ‘এশা মার্ডার: কর্মফল’। ঈদে মুক্তি পাওয়া প্রথম সিনেমা ও ঈদ নিয়ে আরটিভির সঙ্গে কথা হলো তার।

Picsart_23-11-23_06-30-08-421-scaled 

আরটিভি: ঈদ কোথায় করা হচ্ছে ও পরিকল্পনা কি? 

বাঁধন: ঈদ ঢাকাতেই করছি। এবারের ঈদ আমার জীবনে অন্যরকম, কেননা এই প্রথম ঈদে আমার সিনেমা মুক্তি পেয়েছে। তাই ঈদের দিন হল ভিজিটে যাবো। বলা চলে আমার সিনেমা নিয়েই এবার আমার সব পরিকল্পনা।

500022613_4203797556566360_6501227761230093531_n_20250525_123605906

আরটিভি: কোরবানি ঈদ নিয়ে কিছু মজার স্মৃতির কথা জানতে চাই...

বাঁধন: ঈদ নিয়েতো অনেক মজার স্মৃতি আছে। আগে ঈদগুলো গ্রামেই করতাম। তখন ঈদের আগের দিন সবাই মিলে তারা বাতি জ্বালাতাম। ঈদের দিন সবাই নতুন জামা পরে আত্মীয়-স্বজনদের বাসায় যেতাম সালামি নিতে। 

আরটিভি: আগের ঈদ আর এখনকার ঈদের মাঝে কোন পার্থক্য খুঁজে পান কি?

বাঁধন: আগের ঈদ আর এখনকার ঈদের মাঝে অনেক পার্থক্য। আগের ঈদ ছিল বেশি আনন্দের আর এখনকার ঈদ দায়িত্বের। তবে এই দায়িত্বের মাঝেও একটা অন্যরকম আনন্দ আছে। 

es-mrdr

আরটিভি: এই ঈদে প্রথম আপনার কোন সিনেমা মুক্তি পাচ্ছে, কেমন লাগছে?

বাঁধন: ভয়ও লাগছে, আবার বেশ উত্তেজনাও কাজ করছে। মনে হচ্ছে পরীক্ষার আগের সময়কার অবস্থা। 

470135431_18436459465074166_4876316446293970148_n_20250525_123549850

আরটিভি: ছবিটিতে আপনার চরিত্রটি নিয়ে জানতে চাই... 

বাঁধন: ছবিতে একজন পুলিশের তদন্ত অফিসার চরিত্রে অভিনয় করেছি আমি। বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রে নারী চরিত্রের এরকম অনবদ্য উপস্থাপনের পরিকল্পনায় মুগ্ধ হয়ে আমি সিনেমাটির সঙ্গে যুক্ত হই। আমি জীবনের প্রথমবার পুলিশ চরিত্রে অভিনয় করেছি। আমার এই জার্নিটা ছিল খুব চ্যালেঞ্জিং। আমরা সবাই মিলে গল্পটি দারুণভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। 

আরটিভি: ছবিটি নিয়ে কতটুকু আশাবাদী?

বাঁধন: ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী কেননা ছবিটির গল্প বেশ চমৎকার। পাশাপাশি অ্যাকশন, রোমান্স সব আছে। আমার ধারণা, এবার ঈদে অসংখ্য সিনেমার ভিড়ে ‘এশা মার্ডার’ ভিন্নতা পাবে। সানী ভাইয়ের গল্প বলার ধরণ এবং উপস্থাপন কৌশল সিনেমাটিকে অনন্য মাত্রা দিয়েছে। আশাকরি দর্শকরা হতাশ হবেন না। 

badhan-080721-01

আরটিভি: নতুন কাজ নিয়ে জানতে চাই...

বাঁধন: রেজোয়ান শাহরিয়ার সুমিতের ‘মাস্টার’ নামের নতুন একটি সিনেমায় কাজ করেছি। এটিও এ বছর মুক্তি পাবে। 

আরটিভি/এএ