images

বিনোদন / আরটিভি

ঈদের সপ্তম দিনে আরটিভির যত আয়োজন

শুক্রবার, ১৩ জুন ২০২৫ , ১২:৩৭ পিএম

images

শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২। ঈদের সপ্তম দিনে আরটিভির যত আয়োজন- 

সকাল ১০টা ১০মি : বাংলা ছায়াছবি ‘‘পোড়ামন’’।

অভিনয়ে: সায়মন সাদিক, মাহিয়া মাহী প্রমুখ।

দুপুর ২টা ১০মি: বাংলা ছায়াছবি ‘‘সাপলুডু’’।

অভিনয়ে: আরেফিন শুভ, বিদ্যা সিনহা মীম প্রমুখ।

বিকাল ৫টা ৩০ মিঃ: সংগীতানুষ্ঠান ‘‘ফোক স্টেশন’’ পর্ব ৪।

শিল্পী: পান্থ কানাই, সালেহ বিশ্বাস, সৈয়দ সুজন।

প্রযোজক: নূর হোসেন হীরা।

বিকাল ৬ টা ০০ মি: টক শো “ঈদ কার্ণিভাল”। 

অতিথি: তানজিব সরোয়ার।

উপস্থাপনায়: ইমতু রাতিশ; প্রযোজক দিপু হাজরা।

সন্ধ্যা ৭টা: একক নাটক ‘‘ভিলেন দ্যা রিয়েল হিরো’’। 

রচনা ও পরিচালনা: বি ইউ শুভ।  

অভিনয়ে: যাহের আলভী, সারিকা সাবরিন প্রমুখ। 

৮টা : একক নাটক “সকাল বিকাল কিস্তি’’। 

রচনা ও পরিচালনায়: জাকিউল ইসলাম রিপন; অভিনয়ে: মারজুক রাসেল, চাষী আলম, তানজিম হাসান অনিক, নুসরাত জামান মুন প্রমুখ।

৯ টা ৩০মি: একক নাটক “ওভার পাত্তা’’।

রচনা ও পরিচালনায়: সেলিম রেজা।

অভিনয়ে: যাহের আলভী, অহনা রহমান প্রমুখ।

১১ টা: ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘‘কন্টেন্ট অফ দ্য ইয়ার’’। 

রচনা: পাপ্পু রাজ। 

পরিচালনা: মেহেদী রনি, অভিনয়ে: যাহের আলভী, মুসাফির সৈয়দ বাচ্চু, তানজিম হাসান অনিক, ইফফাত আরা তিথি প্রমুখ।

১১ টা ৩০মি : লাইভ সংগীতানুষ্ঠান “কালার্স অফ মিউজিক’’।

শিল্পী: মেজবাহ বাপ্পী ও জিনিয়া জাফরিন লুইপা।

উপস্থাপনায়: ফারজানা বিথী। 

প্রযোজক: আরজু আহমেদ।

১২ টা .০০ মিনিটে : নিউজ টপটেন।

আরটিভি/এএ