images

বিনোদন

হাসপাতালে ভর্তি পপির মা, কাজ করছে না কিডনি 

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ , ০৬:১৭ পিএম

images

চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগমের অসুস্থতার খবর সত্যিই দুঃখজনক। দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভোগা একজন বৃদ্ধার জন্য ডায়ালাইসিস ও হাসপাতালে ভর্তি বারবার হওয়া শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত কষ্টকর। তার ভয়, দুশ্চিন্তা, এবং সন্তানদের অনুপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

মর্মান্তিক হলো, এমন কঠিন সময়ে মেয়ের (পপি) সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়া—পরিবারে ভালোবাসা, সহানুভূতির বড় অভাবের প্রতিচ্ছবি। জমি নিয়ে দ্বন্দ্ব যদি আদালত পর্যন্ত গড়ায়, তা ব্যক্তিগত যন্ত্রণাকে আরও গভীর করে তোলে। 

এমন পরিস্থিতিতে একটাই প্রত্যাশা—মানবিকতা যেন জয়ী হয়। পারিবারিক ভেদাভেদ ভুলে অন্তত মায়ের অসুস্থতার সময় পপি পাশে থাকেন। মা-সন্তানের সম্পর্ক শুধু রক্তের নয়, দায়িত্ব ও অনুভূতিরও। 

মরিয়ম বেগমের দ্রুত সুস্থতা কামনা করছি। এবং পরিবারের সবাই যেন মানসিক শক্তি ও সংহতি নিয়ে এই কঠিন সময় পার করতে পারেন।

আরটিভি/এসকে