images

বিনোদন / বলিউড

ফরেনসিক রিপোর্ট: হৃদরোগেই মৃত্যু শ্রীদেবীর

সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৮ , ০৪:১৭ পিএম

images

বলিউড সুপারস্টার শ্রীদেবীর মৃত্যুর ফরেনসিক রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেখানে হৃদরোগে আক্রান্ত হয়েই এই অভিনেত্রীর মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার মৃত্যু স্বাভাবিক বলেই জানিয়েছেন তারা। শ্রীদেবীর মৃত্যুর ঘটনা তদন্ত করছে দুবাই পুলিশ। শ্রীদেবী যে হোটেলে ছিলেন সেখানকার বাথরুম সিল করা হয়েছে।

ডেথ সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়াও চলছে। তবে এখনও বাকি রয়েছে দীর্ঘ প্রক্রিয়া। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত ব্যক্তি হিসেবে শ্রীদেবীর পাসপোর্ট বাতিল করা হবে। তারপর সরকারি আইনজীবীর সবুজ সংকেত মিললেই শ্রীদেবীর মরদেহ তুলে দেওয়া হবে তার পরিবারের হাতে।

পাশাপাশি শ্রীদেবীর মরদেহ দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে না বলেও জানানো হয়েছে। সোমবার বিকেল নাগাদ ময়নাতদন্তের রিপোর্ট ভারতীয় দূতাবাসের কাছে দেয়া হবে।

এদিকে মুম্বাইয়ে শ্রীদেবীকে শেষবারের মতো দেখতে তার বাড়িতে হাজির হয়েছেন অনেক তারকা ও তাদের পরিবারের সদস্যরা।

গত শনিবার রাত ১১টায় দুবাইয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় শ্রীদেবীর। মাত্র ৫৪ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমান এই অভিনেত্রী।

ননদের ছেলে মোহিত মারওয়ারের বিয়ের দাওয়াতে দুবাই যান শ্রীদেবী। সঙ্গে স্বামী বনি কাপুর ও মেয়ে খুশিও ছিলেন।

আরও পড়ুন: 

এম/পিআর