images

বিনোদন / বলিউড

সানি লিওনের স্নানের ভিডিও ভাইরাল

বুধবার, ০৮ আগস্ট ২০১৮ , ০৭:৩৯ পিএম

images

বলিউড পাড়ায় সানি লিওনের নতুন কোনো ভিডিও মানেই যেন সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া। বিগত কয়েক বছর ধরেই এমনটা চলছে।

সানি লিওন এবার স্নানের ভিডিও শেয়ার করেছেন তার ইনস্টাগ্রামে। আর সেটি ছড়িয়েছে অনলাইন দুনিয়ায়। তবে এই ভিডিও সানি লিওনের ব্যক্তিগত জীবনের নয়, তার কাজের কিছু মুহূর্ত।

একটি রিয়ালিটি শো’র সঙ্গে যুক্ত রয়েছেন সানি লিওন। তারই প্রোমো শুটিংয়ের কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এই তারকা। আর সেটি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।

এদিকে  কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সানির বায়োপিক ওয়েব সিরিজ ‘করণজিত কউর: দ্য আনটোল্ড স্টোরি অফ  সানি লিওন’।  এই তারকার ব্যক্তি জীবনের নানা বিষয় উঠে এসেছে এখানে।

বলিউডে প্রায় সবাই এখন সানিকে এক নামে চেনেন। অভিনয় করছেন। তিন সন্তানের মা হয়েছেন। এক সময় পর্ন তারকার পেশা ছেড়ে বলিউডে নিজের পায়ের তলায় জমি শক্ত করেছেন একটু একটু করে। সানির এই জার্নির গল্পই দেখানো হয়েছে এই ওয়েব সিরিজে।

অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় সঞ্চালক হিসেবেও দেখা গেছে সানি লিওনকে। এবার রিয়েলিটি শো’তে সঞ্চালকের ভূমিকাতেই দেখা যাবে এই তারকাকে।

 


আরও পড়ুন :

৯৯৯ নম্বরে ফোনে রক্ষা পেলো ফেরিতে থাকা ২০ পরিবহনের যাত্রী (ভিডিও)
খালেদার জবানবন্দি নিয়ে বই প্রকাশ করায় আটক ২

 

পিআর/ এমকে