বুধবার, ১৫ আগস্ট ২০১৮ , ০৫:০৭ পিএম
মোহাম্মদ আসলাম পরিচালিত ‘প্রতিশোধের আগুন’ ছবির শুটিং শেষ হবার পথে। এই ছবির মাধ্যমে দ্বিতীয়বারের মতো জুটি হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান ও নবাগত নায়িকা মৌ খান।
এখন চলছে ছবির গানের শুটিং। আর গানের শুটিং শেষ হওয়ার মধ্য দিয়েই ক্যামেরা ক্লোজ হবে। এখন ছবির শুটিং-এ অংশ নিচ্ছেন জায়েদ-মৌ। এরই মধ্যে তারা ছবির স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।
সেসব স্থিরচিত্রে দেখা যাচ্ছে, জায়েদ-মৌ’র রসায়ন বেশ জমে উঠেছে। নতুন এই জুটিকে সামনে আবারও একসঙ্গে দেখার আগ্রহ প্রকাশ করেছেন কেউ কেউ।
চিত্রনায়ক জায়েদ খান বলেন, মোহাম্মদ আসলাম একজন ভালো নির্মাতা। ছবির একটা গল্প আছে। যা আমাকে কাজটি করতে আগ্রহী করেছে। আমার বিপরীতে আছেন মৌ খান। এছাড়া সাদেক বাচ্চু, ড্যানি সিডাক, রেবেকার মতো ভালো শিল্পীরা কাজ করেছেন। দর্শকের মনের মতো একটি ছবি হবে বলে আশা করছি।
মৌ খান বলেন, এর আগে জায়েদ খান ভাইয়ের সঙ্গে একটি ছবিতে কাজ করেছি। এবার ‘প্রতিশোধের আগুন’-এ কাজ করলাম। চলচ্চিত্রে আমি নতুন। সবার কাছে থেকেই শেখার চেষ্টা করছি। ভালো কাজ উপহার দেয়ার চেষ্টা করছি। কতটুকু পেরেছি তা দর্শকরা ভালো বলতে পারবেন।
-------------------------------------------------------
আরও পড়ুন : ট্রাফিক আইন অমান্য করায় বিপাকে সালমানের ভগ্নিপতি
-------------------------------------------------------
শফিক হাসান পরিচালিত ‘বাহাদুরী’ ছবির মাধ্যমে প্রথমবার জুটি হন জায়েদ-মৌ। ছবিটি এখন মুক্তির অপেক্ষায় আছে।
আরও পড়ুন :
এম/পিআর