images

বিনোদন / সঙ্গীত ও নৃত্য

কনার ‘আঁধারে স্নান’

শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮ , ০৩:০৭ পিএম

images

জনপ্রিয় সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কনা ব্যস্ত সময় কাটাচ্ছেন নতুন গান আর স্টেজ শো নিয়ে। কিছুদিন আগেই আরটিভি মিউজিকে প্রকাশ পেয়েছে এই শিল্পীর ‘স্বপ্ন’ শিরোনামের একটি নতুন গান।

এরই মধ্যে সাড়া জাগিয়েছে গানটি। ‘স্বপ্ন’ গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন শওকত আলী ইমন। কোরিওগ্রাফি করেছেন রিদি শেখ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শাহ্ আমীর খসরু।

‘স্বপ্ন’ গানের রেশ থাকতে থাকতেই এবার আরও একটি নতুন গান নিয়ে হাজির হচ্ছেন কনা। গানের শিরোনাম ‘আঁধারে স্নান’। নাজিব জহিরের লেখা এই গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন শান।

প্রযোজনা প্রতিষ্ঠান সেভেন টিউনস এন্টারটেইনমেন্টের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও অবমুক্ত করা হয়েছে। ভিডিও নির্মাণ করেছেন লতা আচারিয়া।  এতে মডেল হয়েছেন মাহা শিকদার।

এ বিষয়ে কনা বলেন, ‘ভিন্ন ধাঁচের গান এটি। কথা ও সুর আমার খুব ভালো লেগেছে। অডিওর সঙ্গে মিল রেখেই এর ভিডিও করা হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে।’

আরও পড়ুন   :

পিআর/এম