সোমবার, ০১ অক্টোবর ২০১৮ , ০৫:৪৩ পিএম
অস্ট্রেলিয়ায় গান শোনাতে যাচ্ছে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘মাকসুদ ও ঢাকা’। দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩ অক্টোবর ঢাকা ছাড়বে ব্যান্ডের সদস্যরা। এই সফরে তিনটি কনসার্টে অংশ নেবে ‘মাকসুদ ও ঢাকা’ ব্যান্ড।
এবারের সফরে প্রথম কনসার্ট ৫ অক্টোবর, হবে অ্যাডিলেডে। দ্বিতীয় ও তৃতীয় কনসার্ট যথাক্রমে ১৩ ও ২১ অক্টোবর, সিডনি ও মেলবোর্নে অনুষ্ঠিত হবে। আগামী ২২ অক্টোবর দেশে ফিরবে ব্যান্ডের সদস্যরা।
অস্ট্রেলিয়ায় মাকসুদ ও ঢাকা ব্যান্ডের দ্বিতীয় সফর এটি। ২০১৩ সালে সিডনি ও ক্যানবেরায় হয় তাদের প্রথম কনসার্ট। মাকসুদ বলেন, ‘অস্ট্রেলিয়ায় অনেক প্রবাসীরা আছেন। তারা একসময় আমাদের গান শুনেছেন। সেই গানগুলো করবো। তাছাড়া বাউল গানের প্রতি সবারই একটা টান আছে। তাই বাউল গানও করবো।’
‘মাকসুদ ও ঢাকা’ ব্যান্ডের বর্তমান সদস্যরা হলেন- মাকসুদুল হক (প্রধান কণ্ঠশিল্পী এবং দলপ্রধান), ফজলুল হক মন্টু (ড্রামস), জন সার্টন মুন্সী (বেজ গিটার ও কণ্ঠশিল্পী), একরামুল হক (গিটার ও কণ্ঠশিল্পী), গোলাম রাব্বানী সোহাগ (কি বোর্ড ও কণ্ঠশিল্পী)।
আরও পড়ুন :
পিআর/এম