images

বিনোদন / টেলিভিশন

সৈয়দ হাসান ইমাম এবার বিজ্ঞাপনের মডেল

বুধবার, ১৪ নভেম্বর ২০১৮ , ১১:১১ পিএম

images

বরেণ্য অভিনেতা সৈয়দ হাসান ইমাম এবার একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। এটি নির্মাণ করেছেন রিয়াদ আহসান রনি। এতে হাসান ইমামের সঙ্গে সহশিল্পী হিসেবে রয়েছেন শিশির, তানভীর মাসুদ ও চিত্রনায়িকা প্রকৃতি।

সৈয়দ হাসান ইমাম বলেন- আমি সাধারণত প্রাইভেট কোনও কোম্পানির বিজ্ঞাপন করি না। সমাজ সচেতনতামূলক বিজ্ঞাপন হলে কাজ করি। এই বিজ্ঞাপনটিতে কাজ করে ভালো লেগেছে। রিয়াদ আহসান রনি ভালো কাজ করে। আশা করি বিজ্ঞাপনটি সবার ভালো লাগবে।

প্রথমবার সৈয়দ হাসান ইমামের সঙ্গে বিজ্ঞাপনে কাজ করলেন অভিনেতা শিশির। তিনি বলেন- স্যার অনেক সহযোগিতা করেছেন। কোথাও কোনও ভুল হলে সেটা সুন্দর করে বুঝিয়ে দেন। আর রিয়াদ আহসান রনির ভাইয়ের সঙ্গেও এটাই আমার প্রথম কাজ।

আইসিডিডিআরবি কো-অপারেটিভের ইএমসিএস ফার্মার চালের গুঁড়া আর গ্লুকোজ স্যালাইনের বিজ্ঞাপনটির শুটিং হয়েছে মানিকগঞ্জের সিংগাইরে।

নির্মাতা রনি বলেন- কয়েক সেকেন্ডের মধ্যে একটি গল্প তুলে আনা কঠিন। তার মধ্যে সচেতনতামূলক কোনও মেসেজ থাকলে সেটা আরও কঠিন হয়ে পড়ে। আমাদের শিল্পী ও কলাকুশলীদের সহযোগিতায় এটি ভালোভাবেই শেষ করেছি।

পিআর/পি