images

বিনোদন / বলিউড

কাড়লেন দীপিকা, হারলেন প্রিয়াঙ্কা

বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০১৬ , ০৯:২৫ পিএম

২০১২ থেকে ২০১৫। টানা ৪ বছর প্রিয়াঙ্কা চোপড়ার মাথায় ছিলো এমন সৌন্দর্যের মুকুট। চলতি বছর এশিয়ার সেরা আবেদনময়ীর স্বীকৃতি ছিনিয়ে নিলেন দীপিকা পাডুকোন। আর প্রিয়াঙ্কা নেমে গেলেন দু’নম্বরে।

প্রতিবছরের মতো এবারো এশিয়ার সেরা যৌন আবেদনময়ীর তালিকা প্রকাশ করলো ব্রিটেনের জনপ্রিয় সাপ্তাহিক ম্যাগাজিন ইস্টার্ন আই।

আবেদনময়ী সেরা টেলিভিশন তারকা হিসেবে তালিকায় তিন নম্বরে আছেন নিয়া শর্মা। আরেক টিভি তারকা দ্রষ্টি ধামি আছেন চারে। আর পাঁচ নম্বরে আছেন উঠতি তারকা আলিয়া ভাট। 

ছয় নম্বরে শানায়া ইরানি, সাত নম্বরে ক্যাটরিনা কাইফ, আট নম্বরে আছেন সোনম কাপুর। তালিকায় নয় নম্বরে আছেন পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খান এবং দশে ভারতের গওহর খান।

এম/এসজেড