রোববার, ২২ জানুয়ারি ২০১৭ , ১০:১৭ এএম
গেলো ২০ জানুয়ারি মুক্তি পেয়েছে মিজানুর রহমান লাবু পরিচালিত প্রথম সিনেমা ‘তুখোড়’। ঢাকার মধ্যে তুখোড় মুক্তি পেয়েছে অভিসার, শ্যামলী, বিজিবি, পূরবী, আনন্দ, রাজমনি, শাহিন ও সাভারের সেনা সিনেমা হলে। প্রথমদিন থেকেই এসব প্রেক্ষাগৃহে দর্শকদের বেশ আনাগোনা দেখা গেছে।
এদিকে ঢাকার বাইরের প্রেক্ষাগৃহে ছবিটি আশানুরুপ ব্যবসা করেছে, জানালেন পরিচালক। প্রথমদিনের সবগুলো শো’তে দর্শকের ভিড় লক্ষ্য করা গেছে।
ছবিতে অভিনয় করেছেন শিবলী, রাতাশ্রী, আলীরাজ, বাপ্পারাজ, শিমুল খান, রহমতউল্লাহ, মাহমুদুল ইসলাম মিঠু, টুটুল চৌধুরী, রাশেদ মামুন ও শায়েরী। ছবির একটি ক্লাব সং-এ পারফর্ম করেছেন সানজানা মিতু।
ছবিটিতে গান রয়েছে চারটি। এতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, তানভীর আলম সজীব, সামিরা জুবেরী হিমিকা, ঐশী এবং কলকাতার শিল্পী জোজো। সঙ্গীত পরিচালনা করেছেন বেলাল খান, তানভীর আলম সজীব এবং কলকাতার প্রসেনজিত চট্টোপাধ্যায়। টাইটেল সং করেছেন প্রত্যয় খান। কণ্ঠ দিয়েছেন রাজ্জাক দেওয়ান, পারভেজ ও আরিফ।
এইচএম/এসএস