images

বিনোদন / সঙ্গীত ও নৃত্য

সৌদি যুবকের সঙ্গে আমেরিকান গায়িকার প্রেম ভেঙে গেল

রোববার, ১৯ জানুয়ারি ২০২০ , ০১:১৫ পিএম

images

আমেরিকান গায়িকা রিয়ানা এবং সৌদি ব্যবসায়ী হাসান জামিলের প্রেমের সম্পর্ক প্রায় তিন বছরের।  ২০১৭ সালের জুন মাসে তাদের সম্পর্কের সূত্রপাত। যদিও সেই সময় কয়েক মাস সম্পর্কে থাকার পরই সেটি ভেঙে গিয়েছিল।

৩১ বছরের দু’জনই নিজেদের সম্পর্কের কথা গোপন রেখেছিলেন। ২০১৯ সালে একটি ম্যাগাজিনে সাক্ষাৎকার দেয়ার সময় রিয়ানা প্রেমের কথা স্বীকার করে নেন। তখন রিয়ানা বলেছিলেন, জামিলের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি। যদিও বিয়ে নিয়ে তখনই কিছু ভাবতে রাজি ছিলেন না তারা। বিয়ে নিয়ে রিয়ানার মন্তব্য ছিল, ‘সব ঈশ্বর জানেন। আমরা পরিকল্পনা করলে ঈশ্বর হাসেন। ঠিক?’ 

এরপর আরেকটি সাক্ষাৎকারে রিয়ানা বলেছিলেন, জীবনে অন্য কিছু পাবার থেকে মা হতে চান তিনি।

জামিল বেশ সিরিয়াস গোছের মানুষ এবং রিয়ানা হাসি-খুশি। গেল বছর ফেব্রুয়ারিতে রিয়ানার জন্মদিনেও একসঙ্গে সময় কাটিয়েছিলেন তারা।

এম