images

বিনোদন / টালিউড

‘ডিকশনারি’র জন্য কলকাতা যাচ্ছেন মোশাররফ করিম

সোমবার, ০২ মার্চ ২০২০ , ০৩:২৭ পিএম

images

পশ্চিমবঙ্গের পর্যটক মন্ত্রী ও নির্মাতা ব্রাত্য বসু। রাস্তা নামে সিনেমা নির্মাণ করে আলোচিত হয়েছিলেন তিনি। আবারও নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ব্রাত্য।

নাম ডিকশনারি। এখানে অভিনয় করবেন বাংলাদেশের তুমুল জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে আসছে ৭ মার্চ ঢাকা ছাড়ছেন তিনি।

জানা গেছে, কলকাতার বোলপুরে প্রথম দফার দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছে। ৭ মার্চ শুটিং ইউনিটের সঙ্গে যোগ দিবেন। প্রায় ২ সপ্তাহ সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়ে আবার ঢাকায় ফিরবেন তিনি।

গল্পে মোশাররফ করিম এক নব্য ব্যবসায়ীর চরিত্রে কাজ করবেন। যার শিক্ষাগত যোগ্যতা বেশি নয়। তবে ছেলেকে তিনি ভালোভাবে পড়াশোনা শেখাচ্ছে। সিনেমায় মোশাররফ করিমের বিপরীতে থাকবেন ব্রাত্য বসুর স্ত্রী পৌলমী বসু।

মোশাররফ করিম ছাড়াও অভিনয় করছেন কলকাতার একঝাঁক তারকা। এই তালিকায় আছেন আবির চ্যাটার্জি, পরমব্রত চট্টোপাধ্যায়, ব্রাত্য বসুর স্ত্রী পৌলমী বসু এবং চিত্রনায়িকা নুসরাত জাহানের মতো তারকা শিল্পীরা।

এম