images

বিনোদন / টেলিভিশন

তানজিকার হালচাল

রোববার, ০৮ মার্চ ২০২০ , ০১:২১ পিএম

images

সুঅভিনেত্রী তানজিকা আমিন। গেল বছর শেষ দিকে 'গহীনের গান' ছবির মাধ্যমে বড় পর্দায় হাজির হন তিনি। বিপরীতে ছিলেন বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবর। সেখানে তানজির অভিনয় এবং লুক দারুণ প্রশংসিত হয়।

বর্তমানে বেশ বেছে বেছে কাজ করছেন এই অভিনেত্রী। সম্প্রতি ঈদের জন্য এটাই তো হওয়ার কথা ছিলনামের খণ্ড নাটকে অভিনয় করেছেন তানজিকা। তার বিপরীতে ছিলেন মোশাররফ করিম। পরিচালনা করেছেন ইমন হুদা।

এছাড়া বর্তমানে তৌকির আহমেদের রুপালী জোৎস্নাও কামরুজ্জামান রনির পরিচালনায় রূপনামে দুটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন।

২০০৪ সালে লাক্স ফটোসুন্দরী প্রতিযোগিতায় সেকেন্ড রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন তানজিকা। ক্যারিয়ারের শুরুটা করেন চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে।

দেলোয়ার জাহান ঝন্টুর বকুল ফুলের মালাছবিতে তার বিপরীতে ছিলেন নায়ক রিয়াজ। এরপর নাটকে নিয়মিত হন তিনি।

এম