মঙ্গলবার, ২৬ মে ২০২০ , ১১:৩৪ পিএম
ঈদ উল ফিতর উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। চলুন পাঠক দেখে নেওয়া যাক ঈদের তৃতীয় দিন কী থাকছে আরটিভির পর্দায়।
সকাল ১০টা ১০ মিনিটে: বাংলা ছায়াছবি ‘প্রিয়া আমার জান’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।
দুপুর ২টা ১০মিনিটে: বাংলা ছায়াছবি ‘পিতা মাতার আমানত’। অভিনয়ে মান্না, পূর্ণিমা প্রমুখ।
বিকেল ৫ টা ৩০ মিনিট : বিশেষ নৃত্য অনুষ্ঠান ‘রিদম অব স্টেপস’। পরিবেশনায় নীল হুরেজাহান, বারিশ হক, ফারজানা বিথী, মেহনাজ রিন্তি।
সন্ধ্যা ৬টায়: ৭ পবের্র ধারাবাহিক নাটক ‘কালচারাল মামা’। রচনায় সাজিন আহমেদ বাবু। পরিচালয় মারুফ মিঠু। অভিনয় শিল্পীরা হলেন মোশাররফ করিম, অপর্ণা ঘোষ, রিমি করিম, কাজী রাজু, জামিল, আফরোজা বানু, সুজাতা প্রমুখ।
সন্ধ্যা ৭টা ১০মিনিটে: একক নাটক ‘কালাচান ০০৭’। পরিচালনায় মেহেদী হাসান জনি। অভিনয়ে তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিন প্রমুখ।
রাত ৮টায়: একক নাটক ‘জরুরী ডিভোর্স’। রচনায় মেজবাহ উদ্দিন সুমন। পরিচালনায় মিলন ভট্রাচার্য্য। অভিনয়ে। জাহিদ হাসান, শবনম ফারিয়া প্রমুখ।
রাত ৯ টায়: একক নাটক ‘যমজ – ১৩’। রচনা ও পরিচালনায় আজাদ কালাম। অভিনয়ে মোশাররফ করিম।
রাত ১০ টায়: একক নাটক ক্লাসলেস মোখলেস ২। রচনায় মেজবাহ উদ্দিন সুমন। পরিচালনায় সাজ্জাদ সুমন। অভিনয়ে আরফান নিশো, অপর্ণা ঘোষ, আনন্দ খালেদ, কচি খন্দকার।
রাত ১১টা ১০ মিনিটে: ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘ইসকান্দার শাহ একজন সুপারস্টার’। রচনা ও পরিচালনায় হিমু আকরাম। অভিনয়ে জাহিদ হাসান, নীলাঞ্জনা নীলা, মুনিরা মিঠু, সাজু খাদেম, আরফান আহমেদ প্রমুখ।
রাত ১১ টা ৩৫ মিনিটে : একক নাটক ক্রেজি লাভ। পরিচালনায় প্রীতি দত্ত। অভিনয়ে অপূর্ব, মৌসুমী হামিদ।
১২ টায়: নিউজ টপটেন।
এম