images

বিনোদন / টেলিভিশন

আতঙ্কিত এ্যানি খান

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০ , ০২:২৭ পিএম

ছোট পর্দার পরিচিতি মুখ এ্যানি খান। তিনি একাধারে মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা। শোবিজের সবখানেই বিচরণ তার। মিষ্টি মেয়ে এ্যানি করোনার এই সময় নিয়ে বেশ আতঙ্কিত।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে বাসায় অবস্থান করছেন মার্চ মাস থেকেই। ঈদের পর ছুটি শেষ হলেও এখনই ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন না বলে জানান তিনি।

এ্যানি খান আরটিভি অনলাইনকে বলেন, দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় অনেকেই আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছেন। যারা এই সংকটের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সবার প্রতি আমার কৃতজ্ঞতা। তবে সংকট এখনও পুরোপুরি কেটে যায়নি। আগামীদিনেও সমস্যায় থাকা মানুষদের জন্য আমরা সবাই চেষ্টা করবো কিছু করার। এই মানসিকতা থাকাটা দরকার।  

তিনি আরও বলেন, জানেন, ছুটিতে নিজেকে অন্যভাবে খুঁজে পেয়েছি। জীবনে বড় ধরনের পরিবর্তন এসেছে। অনেকেই এ ছুটি শেষ হওয়ার প্রহর গুনেছেন। আর আমি তা কাজে লাগিয়েছি ইবাদত বন্দেগীর মাধ্যমে। প্রতিনিয়ত মহান আল্লাহকে ডেকেছি। নামাজ আদায় করছি। আল্লাহ চাইলে কিনা পারেন। আমি আল্লাহর রাস্তায় হাঁটছি। এটা বলতেই যেন শান্তি অনুভব করি প্রতিনিয়ত।

এম