images

বিনোদন / টেলিভিশন

ইসলাম ধর্মে অনুরক্ত হয়ে অভিনয় ছাড়লেন এ্যানি খান

রোববার, ২১ জুন ২০২০ , ১১:৫৩ এএম

images

জনপ্রিয় মডেল, উপস্থাপক ও অভিনেত্রী এ্যানি খান মিডিয়া ছাড়ার ঘোষণা দিয়েছেন। বিষয়টি তিনি রোববার সকালে আরটিভি অনলাইনের সঙ্গে আলাপকালে নিশ্চিত করেছেন। মূলত এই করোনাকালীন সময়ে নামাজ, কুরআন পড়া, রোজা রাখাসহ ধর্মের প্রতি অনুরক্ত হন এ্যানি খান।

এখন পর্দা করে চলেন এই অভনেত্রী। নিজের নতুন অধ্যায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এ্যানি খান।

কদিন আগে এই অভনেত্রী আরটিভি অনলাইনকে বলেছিলেন, জানেন, ছুটিতে নিজেকে অন্যভাবে খুঁজে পেয়েছি। জীবনে বড় ধরনের পরিবর্তন এসেছে। অনেকেই এ ছুটি শেষ হওয়ার প্রহর গুনেছেন। আর আমি তা কাজে লাগিয়েছি ইবাদত বন্দেগীর মাধ্যমে। প্রতিনিয়ত মহান আল্লাহকে ডেকেছি। নামাজ আদায় করছি। আল্লাহ চাইলে কিনা পারেন। আমি আল্লাহর রাস্তায় হাঁটছি। এটা বলতেই যেন শান্তি অনুভব করি প্রতিনিয়ত।

তবে সেদিনও তিনি মিডিয়া ছাড়ার ব্যাপারে কিছু বলেননি। আজ জানালেন, সিদ্ধান্তটি আগে থেকেই নিতে চাইছিলেন। অবশেষে তাই-ই করলেন। দীর্ঘ ২৩ বছর শোবিজের বিভিন্ন সেক্টরে কাজ করেছেন এ্যানি খান।

আরও পড়ুন: 

এম