images

বিনোদন / বলিউড

আসছেন বিদ্যা বালান

বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০১৭ , ০৭:১৮ পিএম

images

'ডার্টি পিকচার' খ্যাত অভিনেত্রী বিদ্যা বালান। তার অভিনয়ে মুগ্ধ হননি এমন দর্শক পাওয়া কঠিন। এ অভিনেত্রী কলকাতার 'রাজকাহিনী'র ভূয়সী প্রশংসা করেন। এমন প্রশংসার পর নিজেই নাম লিখিয়েছেন 'বেগমজান'-এ। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন বিদ্যা।

ছবিটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব বলিউডের এ নায়িকা। আসছে ১৪ এপ্রিল মুক্তি পাবে 'বেগমজান'। যেখানে একটি পতিতালয়কে ঘিরে দেশ বিভক্তির গল্প দেখানো হবে।

তবে ছবির প্রেক্ষাপট বাংলা ভাগ না। এখানে পাঞ্জাব কেটে দু'ভাগ করার গল্প দেখানো হবে। ওই সময় একটি পতিতালয় চালাতেন বেগমজান। আর এ বেগমজানের চরিত্রে বিদ্যাকে শুরু থেকেই পছন্দের তালিকায় রেখেছিলেন পরিচালক সৃজিত।

ছবির বেশকিছু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, গওহর খান, আশিস বিদ্যার্থী, চাঙ্কি পান্ডে, রাজেশ শর্মা।

 

এইচএম