শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৭ , ০৩:১২ পিএম
রকার-সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী কাজী নওরীনের 'অন্তর জমিন' নামে একটি সিঙ্গেল গান প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন এন আই বুলবুল।
প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতা থেকে গানটি প্রকাশিত হয়েছে বলে জানান নওরীন। তিনি বলেন, ভাষা ও ভালোবাসার মাসে এই গানটি শ্রোতাদের মনে প্রেম জাগাবে। গানটির কথাগুলো ফোক ধাঁচের। সুর ও সঙ্গীতে নতুনত্ব আনার চেষ্টা করেছি।
নওরীন এখন স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অন্য শিল্পীর জন্যও গান করছেন তিনি।
এর আগে এন আই বুলবুলের কথায় 'নির্ঘুম কোনো রাতে' নামে একটি গান করেছিলেন নওরীন।
এইচএম