বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০ , ১১:৪৩ পিএম
জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে শুরু হতে যাচ্ছে ফোক গানের নতুন অনুষ্ঠান ‘ফোক স্টুডিও’। শুক্রবার (১৭) জুলাই সরাসরি লাইভ গানের এই আয়োজনে গান শোনাবে দেশের জনপ্রিয় ব্যান্ডদল লালন।
এরই মধ্যে সঙ্গীতে শক্ত অবস্থান তৈরি করেছে লালন ব্যান্ড। লালন সাঁইয়ের গান নিজস্ব ঢঙে গেয়ে দেশ-বিদেশে শ্রোতাদের মনজয় করেছে তারা। ২০০১ সালে ব্যান্ডদল লালন প্রতিষ্ঠিত হয়।
আরটিভিতে দুই ঘণ্টা ব্যাপী অনুষ্ঠানটি শুক্রবার প্রচার হবে রাত ১১ টা ২০ মিনিটে। এটি প্রযোজনা করছেন উজ্জ্বল রহমান। অনুষ্ঠানটির স্পন্সর হিসেবে রয়েছে মিঃ কুকিজ।
এম