images

হলিউড

অবশেষে উন্মোচিত হলো অস্কারজয়ী অভিনেতার মৃত্যু রহস্য

রোববার, ০৯ মার্চ ২০২৫ , ০৩:৩৪ পিএম

images

অস্কারজয়ী মার্কিন অভিনেতা জিন হ্যাকম্যান ও তার স্ত্রী বেটসি আরাকাওয়ার মৃত্যু নিয়ে আলোচনা চলছে দুইদিন ধরে। নিউ মেক্সিকোর সান্তা ফে এলাকায় নিজ বাড়িতে থেকে গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুজনের নিথর দেহ উদ্ধার করা হয়। তার মৃত্যু নিয়ে যখন নানা প্রশ্ন উঠছিল ঠিক তখনই শুক্রবার (৭ মার্চ) এক হৃদয়বিদারক সিদ্ধান্তে পৌঁছেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। তারা জানিয়েছেন, হৃদরোগ এবং আলঝেইমার জটিলতায় আক্রান্ত হয়ে পেটে খাবার না থাকায় মারা গেছেন হ্যাকম্যান। 

হ্যাকম্যানের মৃত্যুর এক সপ্তাহ আগে বিরল হান্টাভাইরাস রোগ আক্রান্ত হয়ে তার স্ত্রী বেটসি আরাকাওয়া সান্তা ফে-তে তাদের বাড়িতে মারা যান। শুক্রবার (৭ মার্চ) দুজনের দেহের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়েছে নিউ মেক্সিকো পুলিশ। তাতে প্রকাশ, হৃদ্‌রোগেই মৃত্যু হয়েছে বর্ষীয়াণ অভিনেতার। তার মস্তিষ্কে থাবা বসিয়েছিল অ্যালঝাইমার্সও। তার স্ত্রী বেটসির মৃত্যু হয়েছে হান্টাভাইরাস সংক্রমণে। বিরল এই ভাইরাসটি ইঁদুরের মল থেকে ছড়ায়। কীভাবে তাঁদের বাড়িতে ছড়াল হান্টাভাইরাস, তা খতিয়ে দেখা হচ্ছে।
 
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, জিনের মৃত্যুর ঠিক এক সপ্তাহ আগে মৃত্যু হয়েছিল বেটসির। অ্যালঝাইমার্সের কারণে জিন সম্ভবত সেটি অনুধাবন করতে পারেননি। তদন্তে এ-ও প্রকাশ পেয়েছে, দীর্ঘদিন পেটে খাবর পড়েনি জিনের।

আরও পড়ুন
Web_Image

সিনেমা দেখে গুপ্তধনের খোঁজে রাতভর গ্রামবাসীর মাটি খোঁড়াখুঁড়ি!

সাংবাদিক বৈঠকে নিউ মেক্সিকো পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বেটসি সম্ভবত ১১ ফেব্রুয়ারি মারা যান। তবে ময়নাতদন্তে প্রকাশ তথ্য অনুসারে জিন মারা গিয়েছেন ১৮ ফেব্রুয়ারি।

ফেব্রুয়ারি মাসের শেষের দিকে নিউ মেক্সিকোর সান্টা ফে এলাকার একটি আবাসনের কটেজে পোষা কুকুরের সঙ্গে দুজনের দেহ মেলে। শেরিফের অফিস থেকে ঘটনাস্থলে যান অফিসারেরা। পরে জানা যায়, দেহ দুটি অভিনেতা জিন এবং তার পিয়ানোবাদিকা স্ত্রী বেটসি আরাকাওয়ার।জিনের বয়স হয়েছিল ৯৫ বছর এবং বেটসির ৬৩ বছর।

প্রসঙ্গত, জিন হ্যাকম্যান ছিলেন হলিউডের এক কিংবদন্তি অভিনেতা। প্রায় চার দশকের ক্যারিয়ারে তিনি ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’ (১৯৭১) ও ‘আনফরগিভেন’ (১৯৯২) সিনেমার জন্য দুইবার অস্কার জয় করেন। তার আকস্মিক মৃত্যুতে বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীরা শোকাহত।

আরটিভি/এএ/এস