images

সিনেমা / ঢালিউড

রাফীর সঙ্গে বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন তমা

বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫ , ০৭:৩২ পিএম

images

নির্মাতা রায়হার রাফী ও নায়িকা তমা মির্জার প্রেমের খবর ছিল ‘ওপেন সিক্রেট।’ জীবনের বিশেষ দিনগুলোতে একে অপরের পাশে থেকেছেন তারা। এমনকি ভালোবাসার কথাও জানান দিয়েছেন তমা-রাফী।

এদিকে মাঝে বেশ কিছুদিন শোনা গিয়েছিল তাদের বিচ্ছেদের গুঞ্জন। তবে সেসব ছাপিয়ে এবার চাউর হলো, রাফী-তমা নাকি চুপিসারে বিয়ে করে সংসার পেতেছেন।

রাফী-তমা-600x337

সোমবার (৩ মার্চ) ছিল রাফীর জন্মদিন। দিনটি একসঙ্গে উদযাপন করেছেন পরিচালক-নায়িকা। সঙ্গে ছিলেন রাফীর মা। অনেকটা পারিবারিক আবহ বিরাজ করছিল। সেসব ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে।

এ ছবি ছড়িয়ে পড়তেই তাদের মধ্যকার বিয়ের গুঞ্জন এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নেটিজেনরা তাদের নিজেদের মতো করে নানা ধরনের চর্চা ছড়াচ্ছে। গোপনে বিয়ে-সংসার নিয়েও গুঞ্জন উঠে। যা দৃষ্টি এড়ায়নি অভিনেত্রী তমা মির্জারও। বিষয়টি নিয়ে প্রথমে চুপ থাকলেও এবার নীরবতা ভেঙে এ নিয়ে কথা বললেন তিনি।

Rafi_20250305_115005063

মঙ্গলবার (৪ মার্চ) সোশ্যাল মিডিয়া ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক স্ট্যাটাসে তমা বলেন, আমি সংবাদমাধ্যমকে এই ধরনের বিভ্রান্তিকর ও অপ্রয়োজনীয় গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য দৃঢ়ভাবে অনুরোধ করছি। আমি একজন শিল্পী, আর একজন শিল্পী হিসেবে আমার প্রাথমিক মনোযোগ কাজের দিকে এবং বর্তমানে আসন্ন প্রকল্পগুলোর প্রতি মনোযোগ আমার। তবে যারা দায়িত্বশীল এবং সততার সঙ্গে সংবাদ পরিবেশন করেন তাদের সম্মান এবং পেশদারিত্বের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এদিকে, তমা জানিয়েছেন এক থেকে দেড় বছর ধরে কোনো সম্পর্কে নেই তিনি। ভবিষ্যতে রাফীর সঙ্গে সম্পর্কটা কোথায় গড়াবে, প্রেম কিংবা বিয়ের মতো কিছু ঘটবে কি? জানতে চাইলে নিজের অবস্থান পরিষ্কার করেন নায়িকা।

image-314329

তিনি বলেন, ভবিষ্যৎ কী আমি জানি না। কারণ, আমার ভাগ্যে কী আছে, আমি জানি না। আমি আজকে একটা কথা বলব, কালকে সেই জিনিসটা হবে না, এটা নিয়ে মানুষ হাসাহাসি করবে বা প্রশ্ন তুলবে, এমন প্রশ্নের সম্মুখীন আমি হতেই চাই না। আমি আমার বর্তমান প্রসঙ্গে জানি, এই বর্তমানে আমি কোনো সম্পর্কে জড়িত নই। গত এক-দেড় বছরে আমি কোনো সম্পর্কে নেই, নিশ্চিত। সামনে কী হবে, সেটা সামনে বলতে পারব। অগ্রিম কিছু বলতে পারব না।

475518555_2317150305306816_4848937063805897375_n

এর আগে রাফীর সঙ্গে পারিবারিক সম্পর্ক উল্লেখ করে তমা বলেছিলেন, রাফীর সঙ্গে আমার সম্পর্কটা পারিবারিক। কেননা, একসঙ্গে আমরা বেশকিছু কাজ করেছি, তাই রাফীর পরিবারের সঙ্গে এক ধরনের যোগাযোগ তৈরি হয়েছে। শুধু আমারই নয়; সিয়াম, পূজাসহ আরও অনেকের ক্ষেত্রেই এ কথা প্রযোজ্য।

প্রসঙ্গত,  মুক্তির অপেক্ষায় আছে তমা অভিনীত ওয়েব ফিল্ম ‘আমলনামা’। এটি নির্মাণ করেছেন রাফী। 

অন্যদিকে ঈদে আসছে অভিনেত্রীর সিনেমা ‘দাগি’। এতে তার বিপরীতে আফরান নিশো। পরিচালক শিহাব শাহীন।

আরটিভি/এএ