images

সিনেমা / ঢালিউড

মেহেদি রাঙা হাতে যে বার্তা দিলেন দীঘি

রোববার, ৩০ মার্চ ২০২৫ , ০২:১২ পিএম

images

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে ছোট থেকে বড় সব বয়সের মেয়ারা মেহেদিতে হাত রাঙায়। সেই আনন্দে এবার ভেসেছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিও। হাত রাঙিয়েই থেমে থাকেননি। তালুতে মেহেদিতে লিখেছেন একটি বিশেষ নাম। 

ঈদে মুক্তি পাচ্ছে দীঘির সিনেমা ‘জংলি’। এই মুহূর্তে ছবিটি ঘিরেই তার সব ব্যস্ততা। হাতেও মেহেদিতে লিখেছেন ছবির নাম। সামাজিক মাধ্যমে সে ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী।

487324751_1047396357412969_2847353089264864367_n

ছবিটি নিয়ে দীঘি বলেন, জংলি আমাদের স্বপ্নের একটি সিনেমা। দারুণ একটি গল্পের সিনেমা। এই সিনেমার টিমের প্রতিটি সদস্য সিনেমাটিকে নিজের মধ্যে ধারণ করছে। প্রতিবার ঈদেই নিজের খুশিমতো হাতে মেহেদির আল্পনা আঁকি। এবার আকলাম প্রিয় সিনেমা ‘জংলি’র নাম। আমার বিশ্বাস ‘জংলি’ সিনেমা মুক্তির পর সবার আপন হয়ে উঠবে।

‘জংলি’র পরিচালক এম রাহিম। গল্প আজাদ খানের। চিত্রনাট্য লিখেছেন সুকৃতি সাহা ও মেহেদী হাসান। ছবির গানগুলোর কথা সুর ও সংগীত করেছেন সুরকার প্রিন্স মাহমুদ। ছবিটিতে সিয়াম-প্রার্থনা ফারদিন দীঘিও অভিনয় করেছেন বুবলী, সোহেল খান, দিলারা জামান, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

আরটিভি/এএ