images

সিনেমা / ঢালিউড

নতুন দলগুলো পুরনো পথেই হাঁটছে শুধু মুখগুলো বদলেছে: বাঁধন

শুক্রবার, ৩০ মে ২০২৫ , ০২:২৭ পিএম

images

অভিনেত্রী আজমেরী হক বাঁধন, ছাত্র আন্দোলনের শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে থেকে শুরু রাজপথে সরব ছিলেন। শিক্ষার্থীদের সঙ্গে একমত প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব ছিলেন অভিনেত্রী। সবসময় সাধারণ মানুষের পক্ষে কথা বলেছেন। 

এবার দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন বাঁধন। শুক্রবার (৩০ মে) এক পোস্টে অভিনেত্রী লিখেন, নতুন দলগুলো সেই পুরনো পথেই হাঁটছে, শুধু মুখগুলো বদলেছে।

Capture

এখানেই শেষ না তিনি আরও লিখেন, দেশের আসল পরিবর্তনের জন্য শুধু নতুন নেতা নয়, নতুন চিন্তাধারাও দরকার। যখন নতুন রাজনৈতিক দলগুলো উঠতে শুরু করল তখন অনেকেই আশা করেছিল এবার কিছু পরিবর্তন আসবে। নতুন ধরণের চিন্তা-ভাবনা আসবে। দেশের জন্য ভালো পরিকল্পনা হবে। কিন্তু এখন মনে হচ্ছে, সেই আশাগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে!

তিনি যোগ করেন, নতুন দলগুলোর অনেকেই এখন পুরনো পথেই হাঁটছে। একই কৌশল, একই ক্ষমতার খেলা। শুধু মুখগুলো বদলেছে। এটা তো আমরা চায়নি। দেশর জন্য এটার প্রয়োজন নেই। পরিবর্তন মানে শুধু এক দলকে সরিয়ে অন্য দলকে বসানো নয়। আসল পরিবর্তন তখনই আসে, যখন নতুন চিন্তা, ভালো কৌশল আর সৎ নেতৃত্ব থাকে। এটা কোনো নির্দিষ্ট দলের প্রতি অভিযোগ নয়। এটা সবার যারাই রাজনীতিতে আছেন।

490000142_4158814431064673_2212516527142863388_n_20250525_123538953

সবশেষে অভিনেত্রী বাঁধন লিখেছেন, আমরা যদি সত্যিই দেশকে এগিয়ে নিতে চাই তাহলে আমাদের ভিন্নভাবে কাজ করতে হবে। ক্ষমতা অর্জনই যেন একমাত্র লক্ষ্য না হয়। অগ্রগতিই হোক লক্ষ্য। আর সেই অগ্রগতি আসে বিচক্ষণ ব্যক্তির সিদ্ধান্ত থেকে। আমরা যদি আবারও পুরনো পথ ধরি তাহলে পুরনো ফল পাব। আমরা ভালো কিছু চাই। আর ভালো কিছুর শুরুটা হয় নতুন চিন্তা থেকে।

প্রসঙ্গত, ঈদে মুক্তির মিছিলে রয়েছে বাঁধনের অভিনীত সিনেমা ‘এশা মার্ডার’। সানি সানোয়ারের পরিচালনায় এতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন তিনি। 

আরটিভি/এএ