images

সিনেমা / ঢালিউড / টেলিভিশন

জাহিদ হাসানের শারীরিক অবস্থা নিয়ে সবশেষ যা জানা গেল

মঙ্গলবার, ১০ জুন ২০২৫ , ০১:৪৬ পিএম

images

হাসপাতালে ভর্তি ছোট ও বড় পর্দার দর্শকপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। ঠাণ্ডাজনিত সমস্যায় আক্রান্ত হয়ে চার দিন ধরে হাসপাতালে ভর্তি আছেন তিনি। হঠাৎ করে অসুস্থতা বোধ করলে ঈদের আগের দিন তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখন শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো আছে বলে জানিয়েছেন অভিনেতার স্ত্রী, মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ ও অভিনেতা নিজেই।

তিনি জানান, হঠাৎই ঠাণ্ডা লেগে জ্বর আসে, এরপর শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে ঈদের আগের দিন হাসপাতালে নিয়ে আসা হয়। এখন শরীর আগের চেয়ে অনেকটাই ভালো আছেন।

এদিকে জাহিদ হাসান বলেন, শরীরটা খারাপ লাগছিল। ভেবেছিলাম বড় কিছু, কিন্তু করোনা বা ডেঙ্গু কিছুই হয়নি। ধীরে ধীরে সুস্থ হচ্ছি।

আরও বলেন, এই প্রথম ঈদ কাটালাম হাসপাতালের রোগীদের সঙ্গে। আল্লাহপাক এমন অভিজ্ঞতাও দেখালেন। সবাই আমার জন্য দোয়া করবেন। ফোন না দিলেই ভালো, এখন বিশ্রামে আছি।

প্রসঙ্গত, এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চলতি জাহিদ হাসান অভিনীত ‘উৎসব’ সিনেমা।  ‘উৎসব’ সিনেমায় তার সঙ্গে আছেন জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, আফসানা মিমির মতো শিল্পীরা। পারিবারিক গল্পের এই সিনেমা দর্শকপ্রিয়তা পেয়েছে ঈদে।

আরটিভি/এএ/এআর