images

সিনেমা / ঢালিউড

‘দর্শক আরিফিন শুভকে বিয়ে করতে বলছেন’

শনিবার, ১৪ জুন ২০২৫ , ০৬:০২ পিএম

images

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর অন্যতম ছিল ‘নীলচক্র’। ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। বড় পর্দায় তাদের রসায়ন এতটাই হৃদয়গ্রাহী হয়েছে যে, দর্শক এখন তাদের বাস্তব জীবনেও এক হতে বলছেন।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে বিস্ময়কর মন্তব্য করেন নায়িকা মন্দিরা চক্রবর্তী। তিনি বলেন, এটা আমার জীবনের দ্বিতীয় সিনেমা। কিন্তু এতটা আলোড়ন আগে কখনো দেখিনি। যত প্রমো করেছি, যত ছবি শেয়ার করেছি—সবখানের কমেন্টে একটাই কথা ঘুরে ফিরে এসেছে, আপনারা বিয়ে করে ফেলুন!

প্রশ্ন ছুড়ে দিয়ে মন্দিরা চক্রবর্তী বলেন, প্রত্যেকটি পোস্টে একের পর এক এমন মন্তব্য দেখে ভেবেই পাই না, দর্শক সত্যি কি চাইছেন আমরা বিয়ে করি? আমাদের জুটিকে তারা এতটা ভালোবেসেছেন যে, ব্যক্তিগত জীবনেও এক হতে দেখার স্বপ্ন দেখছেন!

ed1fb20b-a02b-43ee-8b11-e2ef48434b50-0053924c8f18500d4d18173e65e9fcc9

দর্শকদের স্বপ্ন ভঙ্গ করে দিয়ে মন্দিরা পরিষ্কারভাবে বলেন, শুভ ভাই একজন অসাধারণ শিল্পী। আমি তার অভিনয়ের দিকে তাকিয়ে থাকতাম—ভাবতাম মানুষ এত নিখুঁত অভিনয় করে কীভাবে? কিন্তু বাস্তবে এমন কিছু (বিয়ে) সম্ভব নয়।

shuvo-2506141135

দুই বছরে অনলাইনে ছড়িয়ে পড়ে ১৬ তরুণীর ব্যক্তিগত ভিডিও। এ ঘটনায় পাঁচজন আত্মহত্যা করে। পুরো ঘটনাই একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের; উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে ভিডিওগুলো। এর পেছনে কি বড় একটি চক্র রয়েছে? কী চায় তারা? এমন প্রশ্ন নিয়ে এগিয়ে গেছে মিঠু খানের ‘নীলচক্র’। সাইবার অপরাধ হালের বহুল চর্চিত বিষয়, ব্যক্তিগত ভিডিও ফাঁস, সামাজিক যোগাযোগমাধ্যমে নানাভাবে প্রতারিত হওয়ার গল্প আজকাল পত্রিকা খুললেই দেখা যায়। এমন আলোচিত বিষয় নিয়ে সিনেমা ‘নীলচক্র’।

ছবিটিতে শুভ-মন্দিরা ছাড়াও আরও অভিনয় করেছেন অভিনয়ে আরও আছেন ফজলুর রহমান বাবু, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী প্রমুখ।

আরটিভি/এএ