শুক্রবার, ২০ জুন ২০২৫ , ০৪:৪৬ পিএম
ঢাকাই চলচ্চিত্রের একসময়ের দর্শকপ্রিয় নায়ক ওমর সানী। অভিনয়ে আগের মতো নিয়মিত নন। সর্বশেষ তাকে ‘ডেডবডি’ সিনেমায় দেখা গেছে। বর্তমানে নিজের নানারকম ব্যবসায়িক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছেন। এবার নতুন আরও একটি ব্যবসায় যুক্ত হলেন ওমর সানী।
অনলাইনে আমের ব্যবসা শুরু করেছেন তিনি। ওমর সানী ফেসবুকে লিখেছেন, অনলাইন শপ থেকে আমার দিচ্ছি সরাসরি বাগান থেকে কেমিক্যাল মুক্ত আম্রপালি, ব্যানানা ম্যাংগো ও হাড়ি ভাঙা ১২০ টাকায় হোম ডেলিভারি চার্জসহ। দেশের পাশাপাশি প্রবাসীরাও আম কিনতে পারবেন ওমর সানী পেজ থেকে।
‘মাটির কোলে’ নামের একটি ফেসবুক পেজের মাধ্যমে ওমর সানী সরাসরি মানুষের ঘরে ঘরে আম পৌঁছে দিচ্ছেন।
ভিডিও বার্তায় তিনি বলেন, কাঁচা আম, পাকা আম- সারা পৃথিবীর একটা আশ্চর্যের বিষয়। আমরা গর্ব করে বলতে পারি আমার জেলা চাঁপাইনবাগঞ্জ, আমাদের জেলা রাজশাহী। যারা এই সুস্বাদু আমগুলো পেতে চান, তারা আমাদের অনলাইন পেজে অর্ডার করুন, এই জেলার বাগান থেকে ফরমালিন মুক্ত আম সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে।
প্রসঙ্গত, ওমর সানী ১৯৯২ সালে নুর হোসেন বলাই পরিচালিত ‘এই নিয়ে সংসার’ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর ‘চাঁদের আলো’, ‘দোলা’, ‘আখেরি হামলা’ এবং ‘মহৎ’সহ একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন।
আরটিভি/এএ/এআর