images

সিনেমা / ঢালিউড

‘উৎসব’র সাংবাদিক সম্মেলেনে অসৌজন্যমূলক কাণ্ড, বাচসাস-এর নিন্দা ও প্রতিবাদ

শনিবার, ২১ জুন ২০২৫ , ০১:৩৮ পিএম

images

উৎসব’ সিনেমার বিশেষ প্রদর্শনী উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় প্রযোজনা প্রতিষ্ঠান চরকি’র বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।

সম্প্রতি ঢাকায় চরকির প্রযোজনায় নির্মিত উৎসব চলচ্চিত্রের একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন গণমাধ্যমের বিনোদন সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়। তবে, প্রদর্শনীতে হাজির হওয়া সত্ত্বেও সাংবাদিকদের জন্য হলের আসন বরাদ্দ না থাকায় অনেককেই অপমানিত হয়ে ফিরে যেতে হয়।

এ ঘটনাকে পুরো বিনোদন সাংবাদিক সমাজের প্রতি ‘অবমাননাকর ও শিষ্টাচারবহির্ভূত আচরণ’ হিসেবে আখ্যায়িত করেছে বাচসাস। গত শুক্রবার (২০ জুন) বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ এবং সাধারণ সম্পাদক রাহাত সাইফুল এক যৌথ বিবৃতিতে এ ঘটনার ‘তীব্র নিন্দা ও প্রতিবাদ’ জানান।

 বাচসাস-এর বিবৃতিতে যা বলা হয়-

‘চলচ্চিত্র সাংবাদিকরা বরাবরই দেশীয় সিনেমার উন্নয়ন, বিকাশ ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে। অথচ সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান ও ব্যক্তিরা সাংবাদিকদের প্রতি অসৌজন্য আচরণ করছেন, যা স্বাধীনভাবে সাংবাদিকতা করার পথ রুদ্ধ করছে।’

88b0fb62-78f3-40d3-a1a3-0d396b1dfae0

বিবৃতিতে আরও বলা হয়, চলচ্চিত্র ও সাংস্কৃতিক জগতে নির্মাতা, প্রযোজক, শিল্পী, কলাকুশলী ও সাংবাদিকরা একে অপরের পরিপূরক। তাই এ ধরণের অপমানজনক আচরণ কাম্য নয়।

বাচসাস আশা প্রকাশ করে, ভবিষ্যতে চরকি এ ধরণের আচরণ পুনরাবৃত্তি করবে না এবং সব পক্ষ থেকে ‘পারস্পরিক সহযোগিতামূলক মনোভাব’ বজায় থাকবে।