images

সঙ্গীত ও নৃত্য

ভালোবাসা দিবসে বর্ষা-মুন্নার নতুন চমক

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ , ০১:৪৭ পিএম

images


গায়িকা বর্ষা চৌধুরীর অনেক পরিচয়—উদ্যোক্তা, অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সুখ-দুঃখের কথা বলে প্রায়ই আলোচনায় আসেন তিনি। অনেক দর্শক এমনও মন্তব্য করেন, বর্ষা চৌধুরীর জীবনের নানা চড়াই-উতরাই হার মানায় সিনেমার গল্পকেও। 

এদিকে বেশ কিছুদিন ধরে নানা ইস্যুতে বেশ্ন আলোচনায় আছেন বর্ষা। এসবের মাঝের নতুন খবর দিলেন তিনি। ভালোবাসা দিবসকে সামনে রেখে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। 

অভিনেতা ও প্রযোজক মুন্না খানের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন বর্ষা চৌধুরী ও রোহান রাজ। আর মিউজিক্যাল ফিল্মটিতে অভিনয় করেছেন নবাগত অভিনেত্রী মহিমা এবং ইব্রাহিম খান কে। 

channels4_profile

নতুন গানটি নিয়ে বর্ষা বলেন, বেশ বড় আয়োজনে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে গানটি নির্মাণ করা হয়েছে। গানের কথাগুলোও বেশ চমৎকার। আশাকরি গানটি সবার ভালো লাগবে। 

28b6780f-9ff6-4a1c-9bf4-4cce27989d50

এদিকে মুন্না খান বলেন, ছবি প্রযোজনার পাশাপাশি আমি নিয়োমিত বিভিন্ন ধরণের মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করে যাচ্ছি। সেই ধারানাহিকতায় ভালোবাসা দিবসকে সামনে রেখে আমাদের নতুন এই গান। বর্ষা খুব চমৎকার গেয়েছে তারই সাথে রোহান রাজও। আশা করছি গানটি সকলের মন ছুয়ে যাবে। 

আরটিভি/এএ/এআর