images

সঙ্গীত ও নৃত্য

‘পরিবার লাশ না পেলেও একটা কাপড়ের টুকরো হলেও পাবে এই আশায়’

শুক্রবার, ১৩ জুন ২০২৫ , ০৬:১৪ পিএম

images

ভারতের গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে বৃহস্পতিবার (১২ জুন) ২৪২ জন আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়া বিমানে থাকা যাত্রীর মধ্যে ২৪১ জনই নিহত হয়েছেন। এ ঘটনায় দেশটির শোবিজ ইন্ডাস্ট্রির প্রায় তারকাই শোক প্রকাশ করেছেন।

বলিউড অভিনেতাদের পাশপাশি এবার বাংলাদেশের সংগীতশিল্পী আসিফ আকবর শোক জানিয়ে সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন।

Capture

বিমান দুর্ঘটনা আমাকে আবারও ট্রমায় ফেলেছে উল্লেখ করে আসিফ আকবর লিখেছেন, প্রতিটা বিমান দুর্ঘটনা আতঙ্কের, হতাশার। প্রচুর প্রানহানির পাশাপাশি মানসিক বিপর্যয় ঘটে। ফ্রিকোয়েন্ট ট্রাভেলার হিসেবে বিমানেই যেতে হয় এই দেশ ঐ দেশ। দোয়া দরুদ পড়ে শান্তভাবেই জার্নি করি।

তিনি বলেন, ‘বাসা থেকে বের হয়ে গন্তব‍্যে পৌঁছানো পর্যন্ত নিজেকে পরিস্কার পরিচ্ছন্ন রাখি। প্রস্তুত থাকি নিশ্চিত মৃত‍্যুর অনিশ্চিত যাত্রায়। যে সিটে বোর্ডিং সেই সিটেই বসে থাকি যেন পরিবার লাশ না পেলেও একটা কাপড়ের টুকরো হলেও পাবে এই আশায়।

506310230_3970600089869271_9188591787142575275_n

এই গায়ক বলেন, ভারতের আহমেদাবাদে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনা আমাকে আবারও ট্রমায় ফেলেছে। দাউ দাউ আগুনে জ্বলে নিহতদের পরিবারের মানসিক অবস্থা কি! বিধ্বস্ত হওয়ার ঠিক আগ মুহূর্তে পাইলট ক্রু আর যাত্রীদের বাঁচার আকুতি কেমন হতে পারে তা ভেবেই শরীর অবশ করা মন খারাপ সবার।

আসিফের ভাষ্যে, ‘আবাসিক এলাকায় বিধ্বস্ত হওয়ার কারণে হতাহতের সংখ‍্যাও বেড়েছে। উড্ডয়ন আর অবতরণে প্রতিটি বিমানই আসলে মৃত‍্যূকে আলিঙ্গন করে যায়, আবার বেঁচে থাকার স্বাদও উপহার দেয়। খোলা আকাশে বিমান উড়তে দেখলেই আল্লাহর কাছে দোয়া করি যেন বিমানটি যাত্রীদের নিয়ে নিরাপদে গন্তব‍্যে পৌঁছে যায়।

506339556_3970600116535935_2044857016255029729_n

সবশেষ আসিফ লিখেছেন, কয়েকদিন আগেও আমার টিমের তিন মেম্বার এই এয়ারলাইন্সে লন্ডন ভ্রমন করে এসেছে, তারা নিজেরাও এখন ট্রমায় আক্রান্ত। আহমেদাবাদ ট্র্যাজেডিতে নিহত সকলের পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করছি। আসলে মৃত্যুই সত‍্য।

আরটিভি/এএ