images

সঙ্গীত ও নৃত্য

নিলয় আকাশের কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত

বুধবার, ১৮ জুন ২০২৫ , ০৯:৫৩ পিএম

images

প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী নিলয় আকাশের কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের গান ‘কবে আমি বাহির হলেম’। আবর্তন ইনিসিয়েটিভের ব্যানারে নির্মিত গানটি মুক্তি পেয়েছে সকল ডিজিটাল প্ল্যাটফর্মে।

গানটির সংগীতায়োজন করেছেন কৌশিক আহমেদ অন্তর, যিনি তার সংগীতধর্মী চিন্তা ও আধুনিক সংগীত নির্মাণের মাধ্যমে গানটিকে এক নতুন মাত্রা দিয়েছেন। ভিডিও নির্মাণে ছিলেন অক্ষয় সৌরভ (ছবিস্বর)। এই গানে নিলয় আকাশের সাথে আরও কণ্ঠ দিয়েছেন অন্তরা সেনগুপ্ত ও মৌমিতা রায়, যাদের গায়কী গানটিকে করেছে আরও বহুমাত্রিক।

শিল্পী নিলয় আকাশ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি নিয়মিত সংগীত চর্চা ও পরিবেশনায় সক্রিয় রয়েছেন। মঞ্চ, বিভিন্ন টিভি চ্যানেল ও ডিজিটাল মাধ্যমে তার পরিবেশনা নিয়মিত প্রচারিত হয়। এর আগেও তার কণ্ঠে মৌলিক গান বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে।

গানটির প্রকাশ উপলক্ষে নিলয় আকাশের পক্ষ থেকে শ্রোতা-দর্শকদের আমন্ত্রণ জানানো হয়েছে আবর্তন ইনিসিয়েটিভের অফিশিয়াল পেইজ ও ইউটিউব চ্যানেলসহ সকল ডিজিটাল মাধ্যমে যুক্ত থাকার জন্য।

আরটিভি/এএইচ