বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭ , ০৯:১১ পিএম
বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রথম সারিতে থাকা বেসরকারি টিভি চ্যানেল আরটিভিতে শুরু হলো প্রতিনিধি সম্মেলন।
বুধবার সকালে রাজধানীর কাওরান বাজারে চ্যানেলের প্রধান কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।
এ সময় তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ সংবাদ প্রকাশে আরটিভি আপোষহীন। সে কারণেই দর্শকপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে আরটিভি।
সংবাদ পরিবেশনে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিনিধিদের দিকনির্দেশনা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মানবসম্পদ ও প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক হাবিবুর রহমান ভূঁইয়া, আরটিভির উপ বার্তা প্রধান মামুনুর রহমান খান, প্রধান বার্তা সম্পাদক লুৎফর রহমান, আরটিভি অনলাইনের উপ প্রধান বার্তা সম্পাদক আব্দুল হাকিম চৌধুরীসহ প্রতিষ্ঠানের উধ্বর্তন কর্মকর্তারা।
সাংবাদিকতার মান উন্নয়নে তিন ভাগে এবারের প্রতিনিধি সম্মেলনে ঢাকা বিভাগের প্রতিনিধিরা অংশ নেন আজ।
প্রশিক্ষণে সংবাদের নানাবিধ গুরুত্বপূর্ণ ইস্যুর পাশাপাশি প্রয়োজনীয় টেকনোলজি সম্পর্কেও প্রশিক্ষণ দেয়া হয়।
এসজে