images

আরটিভি

সজল-আইশার ‘দূরের দেখা’

শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ০৪:০২ পিএম

images

দর্শকপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। নাটকে এখন আর তাকে আগের মতো দেখা না গেলেও সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। এবার ঈদে তার অভিনীত ‘জ্বীন-৩’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। সিনেমার পাশাপাশি ছোট পর্দাতেও এবার দেখা মিলছে তার। নাহিদ আহমেদ পিয়ালের পরিচালনায় একক নাটক ‘দূরের দেখা’এ দেখা যাবে তাকে। নাটকটিতে তার সঙ্গে দেখা যাবে বর্তমান সময়ের অভিনেত্রী আইশা খানকে। 

নাটকটির গল্পে দেখা যাবে, অন্তু চাকরী করে ঢাকার বাইরে। অফিসে প্রচন্ড ব্যস্ততা তার। অভিভাবক বলতে তার মামা। বাবা-মা মারা গেছেন আগেই। বিয়ের কথা বলে বলে ক্লান্ত হয়ে গেছেন তিনি। অন্তুর ব্যস্ততা, আরেকটু গুছিয়ে নেয়ার ইচ্ছা- এসবই বাধা হয়ে দাঁড়িয়েছে বিয়ের জন্যে। এ অবস্থায় অন্তর মামা ধরলেন রফিককে। রফিক অন্তর ঘনিষ্ঠজন। অনেকটা বড় ভাইয়ের মত। একটি সুপাত্রীর সন্ধান পেয়েছেন মামা। রফিককে দায়িত্ব দিলেন তিনি। মেয়েটির ফোন নম্বার নিয়ে রফিক কথা বলল। অন্তুকে রাজি করাল ফোনে কথা বলতে।

মেয়েটির নাম এলা। অন্তু প্রথম ফোন করল এলাকে। বলল, অফিসের ব্যস্ততার কথা, মামা পাত্রী হিসেবে এলাকে পছন্দ করেছেন- সে কথা। এলা জানাল, তার কিছু বক্তব্য আছে। তা সে বলতে চায়। অন্তু জানতে চাইলে এলা বলল, ধীরে ধীরে জানাবে। এরপর ফোন রেখে দিল। একটু পরেই এলা এস.এম.এস পাঠালো- "সে দেখতে সুন্দরী নয়। এটা আগে ভাগে জেনে রাখা ভাল অন্তুর। অন্তুও পাল্টা এস.এম.এস করে, সেও দেখতে ভালো না। সিগারেট খায়, মাঝে মাঝে মদ্যপান করে। আর এভাবেই এগিয়ে যায় নাটকটির গল্প। 

ঈদের এই বিশেষ নাটকটি শুক্রবার (৪ এপ্রিল) আরটিভির পর্দায় রাত ৭টায় প্রচারিত হবে। 

আরটিভি/এএ