শুক্রবার, ০৬ জুন ২০২৫ , ১২:৩৬ পিএম
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই আনন্দকে আরও অনেক গুণ বাড়িয়ে দিতে মুক্তি দেওয়া হয় নতুন সিনেমা ও নাটক। পাশাপাশি দেশের টিভি চ্যানেলগুলোতে থাকে নানা আয়োজন। সেই ধারাবাহিকতায় এবার ঈদেও আরটিভিতে থাকছে ৮ দিন ব্যাপী নানা আয়োজন। চাঁদ রাতে আরটিভিতে ৮টায় থাকছে একক নাটক “সুন্দরী বধু’’। নাটকটি পরিচালনা করেছেন সোহেল। যেখানে একসঙ্গে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি।
নাটকটির গল্পে দেখা যাবে, নয়ন তুলিকে ভালোবাসে কিন্তু তুলি নয়নকে পাত্তা দেয় না। তুলির বিয়ের দিন,তুলি খুব এক্সাইটেড। সে সময় নয়ন তুলিকে আড়ালে ডেকে নিয়ে যায়। নয়নকে দেখে তুলি খুবই বিরক্ত। তুলি বলে, তুই এইখানে কী করোস? দেখতাছোসনা আমার বিয়া। আমার পিছে আর ঘুইরা কোনো লাভ নাই। নয়ন বলে, তুলি, তোমার বিয়ার দাওয়াত খাইতে আসছি। তোমার কার্ডের একটা লাইন আমি বুঝিনাই। লাইনটা একটু বুঝাইয়া দাও। তুলি কার্ড পড়তে শুরু করলে, নয়ন একটা টোকা দেয়। কার্ডে থাকা শয়তানের নিঃশ্বা সবাস্কোপোলামিন তুলির নাকে মুখে গেলে তুলি মোহাচ্ছন্ন হয়ে পড়ে। নয়ন বলে, তুলি তুমি এখন তোমার বাবা মায়ের কাছে যাবা, গিয়ে বলবা তুমি নয়নকে ছাড়া আর কাউকে বিয়ে করবা না। যদি তোমাকে জোর করা হয় তাহলে তুমি সুইসাইড করবা। যাও এটা গিয়ে বলো।
তুলি গিয়ে বাবা মাকে এটা বলে। বাবা-মা বিস্মিত। তুলি একটা ব্লেড হাতের কাছে পায়, সেটা দিয়ে নিজের রগ কাটতে গেলে, বাবা-মা বলেন, আমরা রাজী। নয়নের সাথেই তোর বিয়ে হবে। তুই সুইসাইড করিস না। এভাবে নয়ন তুলিকে বিয়ে করে বাসর ঘরে নিয়ে আসে। বাসর ঘরে আসার পর তুলির ঘোর কাটে। বাসর ঘরে তুলি নয়নকে দেখে অবাক। এখানে তো নয়নের থাকার কথা না! পরে ধীরে ধীরে তার
সব মনে পড়ে। তুলি বুঝতে পারে, নয়ন চিট করে তাকে বিয়ে করে ফেলছে। নয়ন নাছোড় বান্দা, সে তুলিকে যেতেও দেবেনা, তালাকও দেবেনা। তুলি মনে মনে ঠিক করে, সে এর প্রতিশোধ নেবে। বউ হিসেবে থেকেই সে প্রতিশোধ নেবে। এমন পরিস্থিতির সৃষ্টি করবে যে নয়ন নিজে ত্যক্ত বিরক্ত হয়ে তুলিকে বাপের বাড়িতে পাঠিয়ে দেবে। আর এভাবেই গিয়ে যায় নাটকের গল্প।
“সুন্দরী বধু’’ নাটকটি ছাড়াও রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে একক নাটক “নিউলি ম্যারিড’’। নাটকটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। অভিনয় করেছেন মুশফিক আর ফারহান, কেয়া পায়েল প্রমুখ।
আরটিভি/এএ/এআর