images

টেলিভিশন

বিয়ের সাজে তানিয়া ও শামীম, বললেন শুভকামনা জানানোর জন্য ধন্যবাদ

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ , ০২:৩৩ পিএম

images

বর্তমান সময়ের ছোটপর্দার দুই দর্শকপ্রিয় মুখ তানিয়া বৃষ্টি ও শামীম হাসান সরকার। ভিন্ন ভিন্ন গল্পে একসঙ্গে তারা কাজ করে যাচ্ছেন নিয়মিত। পাচ্ছেন দর্শকদের প্রশংসাও। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনাম হয়েছেন তারা। তবে সবকিছুকে পেছনে ফেলে নিজেদের মতো করেই কাজ করে যাচ্ছেন তারা।

নানা গুঞ্জনের মাঝেই বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে হঠাৎ প্রকাশ্যে এলো এক নয়া জুটির ছবি! বিয়ের সাজে তানিয়া বৃষ্টি ও শামিম হাসান! এ দেখে যেন চক্ষু চড়কগাছ নেটিজেনদের। তবে কি বিয়ে করলেন তানিয়া-শামিম? 

480813266_10234293267008162_9159412113723568218_n

এদিকে আরেক ছবিতে তাদের বিয়ের গুঞ্জন আরও বাড়িয়ে দেন তানিয়া। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিকমাধ্যমে প্রকাশ করা সেই ছবিতে দেখা যায়, হলুদ শাড়িতে অভিনেত্রী। সঙ্গে জুড়েছেন ‘থার্সডে স্টিকার’। অর্থাৎ, বৃহস্পতিবারে হলুদ শাড়ি পরেছিলেন তানিয়া, আর সে থেকেই বিয়ের সাক্ষাৎ জল্পনা!

ss-20250221135102

তানিয়া-শামিমের সেই ভাইরাল পোস্টে অনুরাগীদের প্রতিক্রিয়াও ছিল দেখার মতো। অধিকাংশই তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। তবে অধিকাংশই না বুঝে কিংবা বিভ্রান্তির শিকার হয়ে! আদতে এটি তানিয়া-শামীম বিয়ের ছবি নয়, একটি নাটকের শুটিংয়ের চিত্র।  

মন্তব্যঘরে শামীম হাসান  লেখেন, অভিনন্দন এবং শুভকামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। এটা আমাদের নতুন নাটকের শুটিংয়ের ছবি- চিয়ারস!

আরটিভি/এএ/এস